Aparajita Adhya: আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে ভিন্ন লুকে অপরাজিতা আঢ্য

Aparajita Adhya: ব্যক্তি জীবনে কিন্তু বিভিন্ন রকম পোশাক ট্রাই করেন অপরাজিতা। কখনও এথনিক সাজ। কখনও বা ওয়েস্টার্ন পোশাকে নিজেকে সাজান তিনি।

| Edited By: | Updated on: Dec 02, 2021 | 8:26 AM
এক সময় চুটিয়ে বাংলা টেলিভিশনে অভিনয় করেছেন। আবার বড়পর্দাতেও তিনি সমান সফল। তিনি অর্থাৎ অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সদ্য মৈনাক ভৌমিক পরিচালিত ‘একান্নবর্তী’ ছবিতে তাঁর অভিনয় দেখেছেন দর্শক।

এক সময় চুটিয়ে বাংলা টেলিভিশনে অভিনয় করেছেন। আবার বড়পর্দাতেও তিনি সমান সফল। তিনি অর্থাৎ অভিনেত্রী অপরাজিতা আঢ্য। সদ্য মৈনাক ভৌমিক পরিচালিত ‘একান্নবর্তী’ ছবিতে তাঁর অভিনয় দেখেছেন দর্শক।

1 / 7
শাড়ি, খোঁপা, বড় লাল টিপের সাজ। কখনও গা ভর্তি গয়না। কখনও বা হালকা সোনা। এ ভাবেই আটপৌরে সাজে বেশিরভাগ চরিত্রে অপরাজিতাকে দেখেন দর্শক। বলা ভাল, এই লুকে তাঁকে দেখতে পছন্দ করেন।

শাড়ি, খোঁপা, বড় লাল টিপের সাজ। কখনও গা ভর্তি গয়না। কখনও বা হালকা সোনা। এ ভাবেই আটপৌরে সাজে বেশিরভাগ চরিত্রে অপরাজিতাকে দেখেন দর্শক। বলা ভাল, এই লুকে তাঁকে দেখতে পছন্দ করেন।

2 / 7
ব্যক্তি জীবনে কিন্তু বিভিন্ন রকম পোশাক ট্রাই করেন অপরাজিতা। কখনও এথনিক সাজ। কখনও বা ওয়েস্টার্ন পোশাকে নিজেকে সাজান তিনি। সে সব লুকের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেন তিনি।

ব্যক্তি জীবনে কিন্তু বিভিন্ন রকম পোশাক ট্রাই করেন অপরাজিতা। কখনও এথনিক সাজ। কখনও বা ওয়েস্টার্ন পোশাকে নিজেকে সাজান তিনি। সে সব লুকের ছবি সোশ্যাল ওয়ালে শেয়ার করেন তিনি।

3 / 7
সদ্য পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে আত্মীয়দের সঙ্গে জমজমাট আড্ডা দিলেন অপরাজিতা। সোশ্যাল মিডিয়ায় সে সব ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি।

সদ্য পারিবারিক এক বিয়ের অনুষ্ঠানে আত্মীয়দের সঙ্গে জমজমাট আড্ডা দিলেন অপরাজিতা। সোশ্যাল মিডিয়ায় সে সব ছবি অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন তিনি।

4 / 7
অপরাজিতা ক্যাপশনে লিখেছেন, ‘নিজেদের বিয়ে বাড়ির মজাটাই আলাদা সবাই মিলে অনেকদিন পর এক ফ্রেমে।’

অপরাজিতা ক্যাপশনে লিখেছেন, ‘নিজেদের বিয়ে বাড়ির মজাটাই আলাদা সবাই মিলে অনেকদিন পর এক ফ্রেমে।’

5 / 7
সবুজ রঙা একটি ডিজাইনার ড্রেস পরেছিলেন অপরাজিতা। সঙ্গে মুক্তোর সাজ, খোলা চুলে সেজেছিলেন।

সবুজ রঙা একটি ডিজাইনার ড্রেস পরেছিলেন অপরাজিতা। সঙ্গে মুক্তোর সাজ, খোলা চুলে সেজেছিলেন।

6 / 7
পরিবারের বাকি সদস্যদের শাড়ির সাজে এক ফ্রেমে অপরাজিতাকে সত্যিই আলাদা করে চোখে পড়েছে সকলের।

পরিবারের বাকি সদস্যদের শাড়ির সাজে এক ফ্রেমে অপরাজিতাকে সত্যিই আলাদা করে চোখে পড়েছে সকলের।

7 / 7
Follow Us: