Basant Panchami 2024: সরস্বতীর প্রিয় ভোগ কী? নৈবেদ্যের থালিতে এই ৫ মিষ্টি না থাকলে সারাবছর রয়েছে ভোগান্তি
TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস
Feb 14, 2024 | 11:35 PM
favourite Bhog Of Saraswati: সারা বছরের অপেক্ষার অবসান। ধুমধাম করে সারা দেশে পালিত হল সরস্বতী পুজো। বাগদেবীর বন্দনায় গোটা বাংলার স্কুল-কলেজ, পাড়ায় পাড়ায় বেস আনন্দের সঙ্গে মেতে উঠেছে পড়ুয়া ও শিল্পীরা। শুধু তাই নয়, এবছর সরস্বতী পুজোর দিনই পালিত হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। ফলে আজকের দিনটি যে সবচেয়ে স্পেশাল, তা বলাই বাহুল্য।
1 / 8
হিন্দু ধর্মে ব্রহ্মার কন্যাকেই জ্ঞানের দেবী বলে মনে করা হয়। প্রতি বছর বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর আরাধনা করা রীতি। এদিন ভক্তিভরে পুজোপাঠ করলে জ্ঞান ও বিদ্যালাভের সুযোগ পাওয়া যায়। সারাবছর দেবীর আশীর্বাদও বর্ষিত হয়।
2 / 8
হিন্দু পঞ্জিকা অনুসারে, মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে বসন্ত পঞ্চমী পালিত হয়। এই বিশেষ দিনে দেবী সরস্বতীর জন্মদিন বলেও মনে করা হয়। তাই দেবীর পছন্দের সব জিনিস নিবেদন করা হয়। দেবীর প্রিয় রঙ হল হলুদ। তাই তাঁর পছন্দের সব জিনিসের রঙও হলুদ। এদিন দেবীকে নৈবেদ্যে সাজানোর সময় হলুদ রঙের জিনিস দেওয়াও হয়।
3 / 8
দেবীর পছন্দের রঙ হল হলুদ। তাই হলুদ পোশাক, হলুদ ভোগ, হলুদের রঙের মিষ্টি নিবেদন করা শ্রেয়। তবে সরস্বতীর প্রিয় জিনিসগুলি কী কী, নৈবেদ্যের থালিতে আজকের দিনে কী কী দিয়েছেন, কোনগুলি মিস করে গিয়েছেন, তা জেনে নিন এখানে...
4 / 8
বসন্ত পঞ্চমীর শুভদিন উপলক্ষে সরস্বতীদেবীকে হলুদ রঙের বোঁদে নিবেদন করতে পারেন। হলুদ রঙের বোঁদে হনুমানজিরও বেশ প্রিয়। এই মিষ্টি নৈবেদ্যের থালিতে রাখলে জীবনে সুখ-শান্তি -সমৃদ্ধি ফিরে আসে। সব সমস্যারও সমাধান ঘটে।
5 / 8
জ্ঞানের দেবীকে নৈবেদ্যর থালিতে রাজভোগ নিবেদন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই নৈবেদ্য বাগদেবীর অত্যন্ত প্রিয়। তাই এই মিষ্টি আজকের দিনে মিস করা মানেই সারা বছর ভোগান্তি।
6 / 8
বসন্ত পঞ্চমীতে হলুদ রঙের বিশেষ গুরুত্ব রয়েছে। সরস্বতী দেবীকে তুষ্ট করতে হলুদ রঙের জিনিস নিবেদন করা উচিত। এদিন হলুদর রঙের পোশাক পরিধানের পাশাপাশি হলুদ চালও নিবেদন করার রীতি রয়েছে। হলুদ চান নিবেদন করা খুব শুভ বলে মনে করা হয়।
7 / 8
সরস্বতীকে বেসনের লাড্ডু নিবেদন করলেও জীবনে সুখ, শান্তি ও পজিটিভিটি ফিরে আসে। সরস্বতীকে তুষ্ট করতে বেসনের লাড্ডু নিবেদন করতে পারেন।
8 / 8
বসন্ত পঞ্চমীকে কেন্দ্র করে দেবী সরস্বতীর আশীর্বাদ নিতে জিলিপি বা মালপোয়াও নিবেদন করতে পারেন। নৈবেদ্য়ের থালিতে এই লোভনীয় ও সুস্বাদু মিষ্টি থাকসে সারা বছর পড়াশোনায় মন বসে থাকে, সাফল্যেও পাওয়াযায়।