
ওঁ সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমস্তুতে। দেবী সরস্বতীতে প্রণাম করার সময় এই মন্ত্রোচ্চারণ করা হয়।

পুরান অনুযায়ী বসন্ত পঞ্চমীর দিন দেবী সরস্বতীর উৎপত্তি। বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের দেবী সরস্বতী। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর আধারনায় মগ্ন হন সকলে।

বসন্ত পঞ্চমীর দিন ভক্তি ভরে সরস্বতী দেবীর আরাধনা করলে তিনি সন্তুষ্ট হন। বাগদেবীর কৃপাদৃষ্টি সারা বছর ধরে রাখতে চাইলে সরস্বতী পুজোর দিন নৈবেদ্যের থালায় অবশ্যই কয়েকটি জিনিস রাখতে হবে।

সরস্বতী দেবীর পছন্দের রং বলা হয় হলুদ। তাই পুজোর দিন নৈবেদ্যের থালায় হলুদ পোলাও বা বাসন্তী পোলাও রাখা ভালো।

বসন্ত পঞ্চমীর দিন সরস্বতী দেবীকে হলুদ রংয়ের মিষ্টি নিবেদন করতে পারেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী দেবীর রাজভোগ খুব প্রিয়।

সরস্বতী পুজোর নৈবেদ্যের থালায় কুল রাখতে কোনওভাবেই ভুলবেন না। এই ফল ছাড়া বাগদেবীর পুজো পূর্ণ হয় না। অনেকে সরস্বতী পুজোর আগে কুল খান না।

সরস্বতী দেবীকে বেসনের লাড্ডু, জিলিপি, মালপোয়া নিবেদন করতে পারেন। এইসকল মিষ্টিতে দেবী তুষ্ট হয়ে আশীর্বাদে ভরিয়ে দিতে পারেন।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।