Look Back 2023: তেইশে যে সব শেয়ার ধনী করল যাঁদের
Share Market: একদিকে যেমন ডুবেছে একাধিক নামজাদা সংস্থার শেয়ার, তেমনই আবার বুল রান দেখা গিয়েছে বহু শেয়ারের। তালিকায় যেমন রয়েছে টাটা মোটরসের মতো সংস্থা তেমনই আবার রয়েছে তথ্য় প্রযুক্তির সংস্থাগুলির শেয়ারও।
1 / 9
ফাইল চিত্র
2 / 9
প্রতীকী ছবি
3 / 9
শুক্রবারই ২০২৩ সালে শেষবারের জন্য ভারতে খোলা ছিল শেয়ার বাজারের দরজা। শেষদিনেই রেকর্ড উচ্চতায় চলে যায় টাটা মোটরসের শেয়ার দর।
4 / 9
২০২২ সালের শেষ ব্যবসায়িক দিনে যখন স্টক মার্কেট বন্ধ হয়েছিল, তখন কোম্পানির শেয়ার ছিল ৩৮৮ টাকায়। এখন তা ৮০০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে।
5 / 9
বড় চমক দেখা গিয়েছে Indian Railway Finance Corporation -এর শেয়ারে। বর্তমানে সংস্থার মার্কেট ক্যাপিটাল ১ লক্ষ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে।
6 / 9
ফাইল চিত্র
7 / 9
২০২৩ সালে যত আইপিও বাজারে এসেছে তারমধ্যে বিস্তর আলোচনা হয়েছে Tata Technologies এর আইপিও নিয়ে। বাজারে অন্তর্ভূক্তির পর থেকেই ভাল রিটার্ন দিচ্ছে এই সংস্থা।
8 / 9
বুল রান অম্বুজার
9 / 9
মাত্র ২ মাসের ব্যবধানে ৫০ শতাংশের বেশি রিটার্ন দিয়ে চমকে দিয়েছে বেশ কিছু স্টক। তালিকায় রয়েছে Jai Balaji Industries, তেমনই রয়েছে GVK Power & Infrastructure, Artson Engineering, Genus Power Infrastructures.