
ফাইল চিত্র

প্রতীকী ছবি

শুক্রবারই ২০২৩ সালে শেষবারের জন্য ভারতে খোলা ছিল শেয়ার বাজারের দরজা। শেষদিনেই রেকর্ড উচ্চতায় চলে যায় টাটা মোটরসের শেয়ার দর।

২০২২ সালের শেষ ব্যবসায়িক দিনে যখন স্টক মার্কেট বন্ধ হয়েছিল, তখন কোম্পানির শেয়ার ছিল ৩৮৮ টাকায়। এখন তা ৮০০ টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে।

বড় চমক দেখা গিয়েছে Indian Railway Finance Corporation -এর শেয়ারে। বর্তমানে সংস্থার মার্কেট ক্যাপিটাল ১ লক্ষ কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে।

ফাইল চিত্র

২০২৩ সালে যত আইপিও বাজারে এসেছে তারমধ্যে বিস্তর আলোচনা হয়েছে Tata Technologies এর আইপিও নিয়ে। বাজারে অন্তর্ভূক্তির পর থেকেই ভাল রিটার্ন দিচ্ছে এই সংস্থা।

বুল রান অম্বুজার

মাত্র ২ মাসের ব্যবধানে ৫০ শতাংশের বেশি রিটার্ন দিয়ে চমকে দিয়েছে বেশ কিছু স্টক। তালিকায় রয়েছে Jai Balaji Industries, তেমনই রয়েছে GVK Power & Infrastructure, Artson Engineering, Genus Power Infrastructures.