Rose Tea: সঙ্গীর দেওয়া গোলাপ শুকোনোর আগে চা বানিয়ে খান, মিলবে বহু উপকার

Feb 14, 2025 | 8:24 PM

Benefits of Rose Tea: ভ্যালেন্টাইন্স ডে-তে অনেকেই সঙ্গীকে গোলাপ ফুল উপহার দেন। প্রিয় মানুষের দেওয়া সেই গোলাপের মূল্য সঙ্গীর কাছে অনেক দামী হয়। অনেকেই সেই গোলাপ যত্নে রাখেন। কিন্তু ফুল মাত্রই তো শুকিয়ে যাবে একটা সময়। তখন মন খারাপ হতে পারে। সঙ্গীর দেওয়া গোলাপ পুরো শুকিয়ে যাওয়ার আগে চা বানিয়ে খেতে পারেন। গোলাপ চায়ের নানা উপকারিতা রয়েছে। জানেন সেগুলি কী কী?

1 / 8
ভ্যালেন্টাইন্স ডে-তে অনেকেই সঙ্গীকে গোলাপ ফুল উপহার দিয়ে থাকেন। প্রিয় মানুষের দেওয়া সেই গোলাপের মূল্য সঙ্গীর কাছে যে কারণে অনেক দামী হয়ে যায়। অনেকেই সেই গোলাপ যত্নে রাখেন। (ছবি-ক্যানভা)

ভ্যালেন্টাইন্স ডে-তে অনেকেই সঙ্গীকে গোলাপ ফুল উপহার দিয়ে থাকেন। প্রিয় মানুষের দেওয়া সেই গোলাপের মূল্য সঙ্গীর কাছে যে কারণে অনেক দামী হয়ে যায়। অনেকেই সেই গোলাপ যত্নে রাখেন। (ছবি-ক্যানভা)

2 / 8
 ফুল মাত্রই তো শুকিয়ে যাবে একটা সময়। তখন মন খারাপ হতে পারে। সঙ্গীর দেওয়া গোলাপ পুরো শুকিয়ে যাওয়ার আগে চা বানিয়ে খেতে পারেন। (ছবি-ক্যানভা)

ফুল মাত্রই তো শুকিয়ে যাবে একটা সময়। তখন মন খারাপ হতে পারে। সঙ্গীর দেওয়া গোলাপ পুরো শুকিয়ে যাওয়ার আগে চা বানিয়ে খেতে পারেন। (ছবি-ক্যানভা)

3 / 8
অবাক লাগতে পারে যে, চা আবার গোলাপের। ভাবতে পারেন, তাও আবার হয় নাকি! অবাক হওয়ার আগে জেনে নিন গোলাপ চা স্বাস্থ্যের জন্য ঠিক কতটা উপকারী। (ছবি-ক্যানভা)

অবাক লাগতে পারে যে, চা আবার গোলাপের। ভাবতে পারেন, তাও আবার হয় নাকি! অবাক হওয়ার আগে জেনে নিন গোলাপ চা স্বাস্থ্যের জন্য ঠিক কতটা উপকারী। (ছবি-ক্যানভা)

4 / 8
মানসিক চাপ, উদ্বেগ কমাতে সাহায্য করে গোলাপ চা। এটি ক্যাফেইন মুক্ত। ফলে তা ক্ষুধানিরাবক হিসেবে কাজ করে। ওজম বাড়ে না। (ছবি-ক্যানভা)

মানসিক চাপ, উদ্বেগ কমাতে সাহায্য করে গোলাপ চা। এটি ক্যাফেইন মুক্ত। ফলে তা ক্ষুধানিরাবক হিসেবে কাজ করে। ওজম বাড়ে না। (ছবি-ক্যানভা)

5 / 8
গোলাপ চা ব্যথানাশকের কাজ করে। এটি খেলে বমি বমি ভাব কমে। মাথা ব্যথা কমে। মাইগ্রেনের সমস্যাও কমে। (ছবি-ক্যানভা)

গোলাপ চা ব্যথানাশকের কাজ করে। এটি খেলে বমি বমি ভাব কমে। মাথা ব্যথা কমে। মাইগ্রেনের সমস্যাও কমে। (ছবি-ক্যানভা)

6 / 8
হজমশক্তি বাড়াতে সাহায্য করে গোলাপ চা। ওজন কমানোর জন্য পরিপাকতন্ত্র ঠিকমতো কার্যকর রাখা প্রয়োজন। কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে গোলাপ চা। (ছবি-গেটি ইমেজ)

হজমশক্তি বাড়াতে সাহায্য করে গোলাপ চা। ওজন কমানোর জন্য পরিপাকতন্ত্র ঠিকমতো কার্যকর রাখা প্রয়োজন। কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে গোলাপ চা। (ছবি-গেটি ইমেজ)

7 / 8
মানসিক চাপ, উদ্বেগ কমানোর পাশাপাশি মুখের ঘা-ও ঠিক করতে সাহায্য করে গোলাপ চা। এটি হার্টের স্বাস্থ্যও ভালো করতে সহায়ক। (ছবি-ক্যানভা)

মানসিক চাপ, উদ্বেগ কমানোর পাশাপাশি মুখের ঘা-ও ঠিক করতে সাহায্য করে গোলাপ চা। এটি হার্টের স্বাস্থ্যও ভালো করতে সহায়ক। (ছবি-ক্যানভা)

8 / 8
গোলাপ চা বানাবেন কীভাবে? প্রথমে জল,চিনি, শুকনো গোলাপের পাপড়ি ফুটিয়ে বানান সিরাপ। তারপর একটা পাত্রে দুধ ফুটিয়ে চা পাতা দিয়ে চা তৈরি করুন। সেটি হয়ে গেলে তার সঙ্গে রোজ সিরাপ মেশান। এটি গরম ও ঠাণ্ডা দু'রকম ভাবে খাওয়া যায়। ঠাণ্ডা গোলাপ চায়ের জন্য সেটিতে ২টি আইস কিউব মেশাতে পারেন। (ছবি-ক্যানভা)

গোলাপ চা বানাবেন কীভাবে? প্রথমে জল,চিনি, শুকনো গোলাপের পাপড়ি ফুটিয়ে বানান সিরাপ। তারপর একটা পাত্রে দুধ ফুটিয়ে চা পাতা দিয়ে চা তৈরি করুন। সেটি হয়ে গেলে তার সঙ্গে রোজ সিরাপ মেশান। এটি গরম ও ঠাণ্ডা দু'রকম ভাবে খাওয়া যায়। ঠাণ্ডা গোলাপ চায়ের জন্য সেটিতে ২টি আইস কিউব মেশাতে পারেন। (ছবি-ক্যানভা)