বলিউডে কেরিয়ারের শুরু থেকেই প্রায়শই শিরোনামে উঠে এসেছেন রণবীর কাপুর। কখনও তাঁর প্রেমজীবন নিয়ে হয়েছে চর্চা। কখনও আবার বিচ্ছেদ নিয়ে হয়েছে জোর আলোচনা। যে কারণে লাইমলাইট প্রায় সব সময় থাকত রণবীরের উপর।
এখন বলিউডের অন্যতম চর্চিত কাপল রণবীর কাপুর এবং আলিয়া ভাট। তাঁদের সুখের সংসার দেখে খুশি ভক্তরা। বিয়ের আগে অবশ্য রণবীরের জীবনে নানা বিতর্কিত অধ্যায় বার বার সামনে এসেছে।
বলিউডের একাধিক নায়িকার সঙ্গে মাঝে মাঝেই জড়িয়েছে রণবীর কাপুরের নাম। একসময় তিনি ছিলেন হার্টথ্রব। রণবীরের শ্বশুর মহেশ ভাট একসময় তাঁকে 'বলিউডের ক্যাসানোভা'-ও বলেছিলেন।
অতীতে একবার মাঝরাস্তায় প্রস্রাব করে শিরোনামে এসেছিলেন রণবীর কাপুর। এরপর তাঁকে পুলিশ হাতে নাতে ধরেছিল। সেই সময় রণবীর জানিয়েছিলেন হঠাৎ এমনটা কেন করেছিলেম তিনি।
DNA-র রিপোর্ট অনুযায়ী, রণবীর একবার কারজাত থেকে বাড়ি ফিরছিলেন। সেইসময় হঠাৎ তাঁর প্রস্রাব বেগ আসে। বাধ্য হয়ে মাঝরাস্তায় গাড়ি থামিয়ে প্রস্রাব করেন তিনি।
রণবীরকে মাঝরাস্তায় এমন কাণ্ড দেখে পুলিশ তাঁর উপর চড়াও হয়েছিল। তাঁর খ্যাতি, জনপ্রিয়তার কথা মাথায় রেখে অবশ্য রণবীরকে ছেড়ে দেয় পুলিশ।
হঠাৎ করে রাস্তায় সফরের মাঝে অনেকেই এমন সমস্যায় পড়েন। রাস্তার পাশে অনেকেই প্রস্রাবও করেন। কিন্তু রণবীর যেহেতু অত্যন্ত পরিচিত মুখ, তাই পুলিশও তাঁর থেকে এমন কাজ প্রত্যাশা করেননি।
রণবীরকে যখন এই ঘটনার পর পুলিশ ছেড়ে দেয়, এরপর নিজের কাজের জন্য় তিনি ক্ষমা চেয়ে নেন। হাজার হলেও তাঁর একটা আলাদা জনপ্রিয়তা রয়েছে। সেই খাতিরেই তিনি জানান, বাধ্য হয়ে এ কাজ করেছিলেন।