AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Falgun Month 2024: ফাল্গুন মাস বড্ড পছন্দের কৃষ্ণের! সৌভাগ্য ফেরাতে গোপালের অভিষেক করুন ঠিক এভাবে

Lord Krishna: কথিত আছে ফাল্গুন মাসে গোপালের নিয়মিত অভিষেক সম্পন্ন করা হলে সব সমস্যার সমাধান ঘটে। গোটা ফাল্গুন মাসজুড়ে লাড্ডু গোপালকে কী ভাবে অভিষেক করবেন, কীভাবে পুজো করবেন, তা জেনে নিন এখানে...

| Edited By: | Updated on: Feb 24, 2024 | 4:04 PM
Share
সনাতন ধর্মে প্রতিটি মাসেরই রয়েছে নিজস্ব গুণ ও গুরুত্ব। আর বাংলায় প্রবাদ রয়েছে, বারো মাসে তেরো পার্বণ। তাই প্রত্যেক মাসে কিছু না কিছু উত্‍সব লেগেই রয়েছে।

সনাতন ধর্মে প্রতিটি মাসেরই রয়েছে নিজস্ব গুণ ও গুরুত্ব। আর বাংলায় প্রবাদ রয়েছে, বারো মাসে তেরো পার্বণ। তাই প্রত্যেক মাসে কিছু না কিছু উত্‍সব লেগেই রয়েছে।

1 / 9
ফাল্গুন মাসে যদি সৌভাগ্য ও উন্নতি বৃদ্ধি করতে চান, তাহলে এই মাসে লাড্ডু গোপালের পুজো করা আবশ্যিক বলে মনে করা হয়। কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে, এমাসে কৃষ্ণনাম জপ করাও শ্রেয়।

ফাল্গুন মাসে যদি সৌভাগ্য ও উন্নতি বৃদ্ধি করতে চান, তাহলে এই মাসে লাড্ডু গোপালের পুজো করা আবশ্যিক বলে মনে করা হয়। কারণ ধর্মীয় বিশ্বাস অনুসারে, এমাসে কৃষ্ণনাম জপ করাও শ্রেয়।

2 / 9
কথিত আছে ফাল্গুন মাসে গোপালের নিয়মিত অভিষেক সম্পন্ন করা হলে সব সমস্যার সমাধান ঘটে।  গোটা ফাল্গুন মাসজুড়ে লাড্ডু গোপালকে কী ভাবে অভিষেক করবেন, কীভাবে পুজো করবেন, তা জেনে নিন এখানে...

কথিত আছে ফাল্গুন মাসে গোপালের নিয়মিত অভিষেক সম্পন্ন করা হলে সব সমস্যার সমাধান ঘটে। গোটা ফাল্গুন মাসজুড়ে লাড্ডু গোপালকে কী ভাবে অভিষেক করবেন, কীভাবে পুজো করবেন, তা জেনে নিন এখানে...

3 / 9
ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এরপরে, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপে ধ্যান করা উচিত। তারমন আচমন করে পুজো শুরু করা উচিত।

ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এরপরে, ভগবান শ্রীকৃষ্ণের নাম জপে ধ্যান করা উচিত। তারমন আচমন করে পুজো শুরু করা উচিত।

4 / 9
বিশুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে লাড্ডু গোপালকে স্নান করানো উচিচ। তারপর জলের মধ্যে তুলসী পাতা যোগ করুন। সেই সঙ্গে কেশর বা জাফরন মিশিয়ে দুধ দিয়ে লাড্ডু গোপালকে স্নান করানো উচিত।

বিশুদ্ধ জল বা গঙ্গা জল দিয়ে লাড্ডু গোপালকে স্নান করানো উচিচ। তারপর জলের মধ্যে তুলসী পাতা যোগ করুন। সেই সঙ্গে কেশর বা জাফরন মিশিয়ে দুধ দিয়ে লাড্ডু গোপালকে স্নান করানো উচিত।

5 / 9
স্নান ও পোশাক পরানোর পর লাড্ডু গোপালের গায়ে সুগন্ধী লাগিয়ে দেওয়া উচিত। এছাড়া সারা শরীরে গোপী চন্দনের পেস্ট লাগিয়ে দিতে পারেন।

স্নান ও পোশাক পরানোর পর লাড্ডু গোপালের গায়ে সুগন্ধী লাগিয়ে দেওয়া উচিত। এছাড়া সারা শরীরে গোপী চন্দনের পেস্ট লাগিয়ে দিতে পারেন।

6 / 9
তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করালে কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। স্নান করানো হলে, শুকনো কাপড় দিয়ে গোটা শরীর মুছিয়ে দেওয়া উচিত। নতুন ও পরিষ্কার পোশাক পরিয়ে দিতে হবে।

তারপর পঞ্চামৃত দিয়ে স্নান করালে কৃষ্ণের আশীর্বাদ পাওয়া যায়। স্নান করানো হলে, শুকনো কাপড় দিয়ে গোটা শরীর মুছিয়ে দেওয়া উচিত। নতুন ও পরিষ্কার পোশাক পরিয়ে দিতে হবে।

7 / 9
গোপা চন্দন না থাকলে, গোটা শরীরে হলুদ লেপেও দিতে পারেন। এরপর তিলক হিসেবে হলুদ বা চন্দনের তিলক লাগিয়ে দিতে পারেন।

গোপা চন্দন না থাকলে, গোটা শরীরে হলুদ লেপেও দিতে পারেন। এরপর তিলক হিসেবে হলুদ বা চন্দনের তিলক লাগিয়ে দিতে পারেন।

8 / 9
এরপর ভোগ হিসেবে গোপালকে মাখন ও চিনি নিবেদন করতে পারেন। সবশেষে ভক্তিভরে মদনমোহনের আরতি করা উচিত। সেই সঙ্গে শঙ্খ বাজিয়ে পুজো সম্পন্ন করা উচিত। ভোগকে প্রসাদ হিসেবে পরিবারের মধ্যে নিবেদন করতে পারেন।

এরপর ভোগ হিসেবে গোপালকে মাখন ও চিনি নিবেদন করতে পারেন। সবশেষে ভক্তিভরে মদনমোহনের আরতি করা উচিত। সেই সঙ্গে শঙ্খ বাজিয়ে পুজো সম্পন্ন করা উচিত। ভোগকে প্রসাদ হিসেবে পরিবারের মধ্যে নিবেদন করতে পারেন।

9 / 9