Pujoy Pulse: খড়্গপুর থেকে কৃষ্ণনগর, ছুটছে পুজোয় পালসের ক্যান্টার! ছোটরা বলছে রসগোল্লার বদলে এটা দেব

Tv9 Pujoy Pulse: ছুটছে পুজোয় পালসের ক্যান্টার। জেলা থেকে জেলায়, শহর থেকে গ্রামে। কারণ পালস গোল মোল যেখানে, পুজোর মজা সেখানে। গত দুই সিজনের অভূতপূর্ব সাফল্যের পর এসেছে Tv9 পুজোয় পালস সিজন ৩।

| Edited By: সায়ম কৃষ্ণ দেব

Sep 13, 2025 | 7:23 PM

1 / 8
ছুটছে পুজোয় পালসের ক্যান্টার। জেলা থেকে জেলায়, শহর থেকে গ্রামে। কারণ পালস গোল মোল যেখানে, পুজোর মজা সেখানে। গত দুই সিজনের অভূতপূর্ব সাফল্যের পর এসেছে Tv9 পুজোয় পালস সিজন ৩।

ছুটছে পুজোয় পালসের ক্যান্টার। জেলা থেকে জেলায়, শহর থেকে গ্রামে। কারণ পালস গোল মোল যেখানে, পুজোর মজা সেখানে। গত দুই সিজনের অভূতপূর্ব সাফল্যের পর এসেছে Tv9 পুজোয় পালস সিজন ৩।

2 / 8
বারাসত থেকে রানাঘাট, কাঁথি থেকে খড়গপুর, কৃষ্ণনগরে ছুটছে পুজোয় পালসের ক্যান্টার। এদিন পুজোয় পালসের ক্যান্টার পৌঁছে গেছিল নদিয়ার কৃষ্ণনগরের দুটি জায়গা এবং পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের দুটি জায়গায়।

বারাসত থেকে রানাঘাট, কাঁথি থেকে খড়গপুর, কৃষ্ণনগরে ছুটছে পুজোয় পালসের ক্যান্টার। এদিন পুজোয় পালসের ক্যান্টার পৌঁছে গেছিল নদিয়ার কৃষ্ণনগরের দুটি জায়গা এবং পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের দুটি জায়গায়।

3 / 8
খড়্গপুরের বাজার কলকাতার সামনে সকাল ১১টায় পৌঁছে যায় ক্যান্টার। সেখানে ছিল বিকেল ৩টে পর্যন্ত। এরপরট্যাবলোটি পৌঁছে যায় স্পেন্সার খড়্গপুরের কাছে। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্যাবলো ছিল সেখানে। ঢাকের বোল আর পুজোয় পালসের ক্যান্টার যেন এই দিন  সূচনা করে দেয় পুজোর।

খড়্গপুরের বাজার কলকাতার সামনে সকাল ১১টায় পৌঁছে যায় ক্যান্টার। সেখানে ছিল বিকেল ৩টে পর্যন্ত। এরপরট্যাবলোটি পৌঁছে যায় স্পেন্সার খড়্গপুরের কাছে। বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্যাবলো ছিল সেখানে। ঢাকের বোল আর পুজোয় পালসের ক্যান্টার যেন এই দিন সূচনা করে দেয় পুজোর।

4 / 8
কৃষ্ণনগরের কৃষ্ণনগর গার্লস স্কুলের সামনে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ছিল ট্যাবলো। এরপর তা পৌঁছে যায় পুতুল পট্টি লোকনাথ মন্দিরের সামনে। সেখানে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্যাবলোটি। দুটি জায়গায় পুজোয় পালসের ক্যান্টার নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

কৃষ্ণনগরের কৃষ্ণনগর গার্লস স্কুলের সামনে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ছিল ট্যাবলো। এরপর তা পৌঁছে যায় পুতুল পট্টি লোকনাথ মন্দিরের সামনে। সেখানে বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত ট্যাবলোটি। দুটি জায়গায় পুজোয় পালসের ক্যান্টার নিয়ে মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

5 / 8
পালসের ক্যান্ডি খেয়েই এক কিশোর বলেন, "বেশ ভাল খেতে তো। রসগোল্লার বদলে এটা দিলে ভাল হয়। আমাদের ছোটদের তো খুব ভাল লাগবে। পুজোয় থাকতেই হবে গোলমোল।"

পালসের ক্যান্ডি খেয়েই এক কিশোর বলেন, "বেশ ভাল খেতে তো। রসগোল্লার বদলে এটা দিলে ভাল হয়। আমাদের ছোটদের তো খুব ভাল লাগবে। পুজোয় থাকতেই হবে গোলমোল।"

6 / 8
পুজোয় পালসের ট্যাবলোতে থাকছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার। এক স্কুল পড়ুয়া গোলমোলের স্বাদ চেখে বলে, "এই প্রথমবার এমন কিছু খেলাম। পালসের আগে অনেক লজেন্স খেয়েছি, কিন্তু এটা প্রথম খেলাম। খুব ভাল লাগল।"

পুজোয় পালসের ট্যাবলোতে থাকছে হুইলও। সেই হুইল ঘোরালেই মিলছে উপহার। এক স্কুল পড়ুয়া গোলমোলের স্বাদ চেখে বলে, "এই প্রথমবার এমন কিছু খেলাম। পালসের আগে অনেক লজেন্স খেয়েছি, কিন্তু এটা প্রথম খেলাম। খুব ভাল লাগল।"

7 / 8
আরেকজন বলেন, "গোল গোল তেঁতুলের মতো। দারুণ খেতে। একদম আসল তেঁতুল। রসগোল্লার বদলে বন্ধুদের হাতে একটা করে গোলমোল দিতে চাই। পকেটে থাকবে, বের করে দিয়ে দেব।"

আরেকজন বলেন, "গোল গোল তেঁতুলের মতো। দারুণ খেতে। একদম আসল তেঁতুল। রসগোল্লার বদলে বন্ধুদের হাতে একটা করে গোলমোল দিতে চাই। পকেটে থাকবে, বের করে দিয়ে দেব।"

8 / 8
এবছর পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম, গোল কা মোল, গোলের মূল্য। প্রথম ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবারও পুজোয় পালসের ট্যাবলো ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। পথচলতি মানুষজন ভিড় করছেন। পালস গোলমোল খেয়ে উচ্ছ্বসিত সবাই। অনেকেই বলছেন পালস গোলমোল মুখে গেলেই ফিরছে ছোটবেলার স্মৃতি।

এবছর পুজোয় পালসের সিজন থ্রি। এবারের থিম, গোল কা মোল, গোলের মূল্য। প্রথম ২ বছরের অভূতপূর্ব সাফল্যের পর এবারও পুজোয় পালসের ট্যাবলো ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। পথচলতি মানুষজন ভিড় করছেন। পালস গোলমোল খেয়ে উচ্ছ্বসিত সবাই। অনেকেই বলছেন পালস গোলমোল মুখে গেলেই ফিরছে ছোটবেলার স্মৃতি।