
আর দিন কয়েক বাদেই দীপাবলি। তার আগেই রয়েছে ধনতেরাস। আর ধনতেরাস মানেই তো সোনার গহনা কেনাকাটা। ইতিমধ্যেই অনেকের প্ল্যানিংও হয়ে গিয়েছে যে সোনার কোন গহনা কিনবেন। Getty Images

সোনার গহনা কেনার সময় অবশ্যই হলমার্ক দেখে নেওয়া জরুরি। কারণ সোনা আসল কি না, তা বোঝা যায় হলমার্ক দেখেই। তবে শুধু হলমার্ক নয়, তার সঙ্গে এই সংখ্যাটিও দেখা জরুরি, নাহলে ঠকে যাবেন। Getty Images

এই সংখ্যা হল হলমার্কের পাশেই উল্লেখ করা অংশ। ধরা যাক, কোনও সোনার গহনায় খোদাই করা রয়েছে হলমার্ক ৩৭৫। অর্থাৎ গহনায় ৩৭.৫ শতাংশ খাঁটি সোনা রয়েছে। Getty Images

এভাবেই সংখ্যা যত বাড়বে, ততই সোনার খাঁটিত্বের মানও বাড়বে। হলমার্ক ৭৫০ হলে, গহনায় ৭৫ শতাংশ খাঁটি সোনা রয়েছে বোঝায়। Getty Images

৯১৬ হলমার্ক সোনা হল সবথেকে খাঁটি। এতে ৯১.৬ শতাংশ খাঁটি সোনা থাকে। সাধারণত গহনায় ৯১৬ হলমার্কই থাকে। তবে ৯৯৯ হলমার্কও হতে পারে, যেখানে ৯৯.৯ শতাংশই খাঁটি সোনা থাকে। Getty Images

আপনার সোনা খাঁটি কি না, তা পরীক্ষা করা হয় ৬ ডিজিটের ইউনিক আইডি দিয়ে। BIS CARE অ্যাপে গিয়ে গহনার গায়ে খোদাই করা ৬ ডিজিটের নম্বর বসিয়ে সোনা আসল কি না নকল, তা যাচাই করতে পারবেন। Getty Images