Male Sexual Health Problems: পুরুষের যৌন সমস্যা ভিটামিন-খনিজের অভাবে? কিসের অভাবে কোন সমস্যা জানুন
Vitamin & Minerals Deficiency: চিকিৎসকরা জানাচ্ছেন, যৌনক্ষমতা বজায় রাখতে ভিটামিন ও খনিজ বিশেষ ভূমিকা পালন করে। এক এক ভিটামিনের অভাবে এক এক রকমের সমস্যার উদয় হয়।
1 / 8
বর্তমান সময়ে যৌন সমস্যা প্রচুর পুরুষের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। যা স্বাভাবিক জীবনযাপনেও বড় প্রভাব ফেলছে।
2 / 8
বিভিন্ন কারণে পুরুষের মধ্যে যৌন অক্ষমতা দেখা দিতে পারে। এবং এই ধরনের সমস্যাও বিভিন্ন ধরনের হয়।
3 / 8
চিকিৎসকরা জানাচ্ছেন, যৌনক্ষমতা বজায় রাখতে ভিটামিন ও খনিজ বিশেষ ভূমিকা পালন করে। এক এক ভিটামিনের অভাবে এক এক রকমের সমস্যার উদয় হয়।
4 / 8
অনেক পুরুষেরই যৌনইচ্ছায় (লিবিডো) ভাটা পড়ে। ভিটামিন ডি, ভিটামিন বি৬, জিঙ্কের অভাবে এই সমস্যা হতে পারে। ভিটামিন বি৬ ডোপামাইন সংশ্লেষে সাহায্য করে, যা যৌনইচ্ছা তৈরি করে।
5 / 8
ইরেকটাইল ডিসফাংশন বা লিঙ্গোত্থানের সমস্যা অনেক পুরুষের মাথাব্যথার কারণ। এই সমস্যায় পুরুষ যৌনাঙ্গ মিলনের উপযোগী হয় না। ভিটামিন ডি, ভিটামিন বি১২, ভিটামিন বি৯-এর অভাবে তা ভয়াবহ হতে পারে।
6 / 8
প্রিম্যাচিউর ইজাকুলেশনের সমস্যা জেরবার অনেক পুরুষ। ম্যাগনেশিয়াম ও জিঙ্কের অভাবে তা হতে পারে। স্নায়ুর কাজে সাহায্য করে ম্যাগনেশিয়াম। অন্যদিকে জিঙ্ক টেস্টোস্টেরনের মাত্রা বৃদ্ধিতে সাহায্য করে।
7 / 8
ভিটামিন সি, ভিটামিন ই, সেলেনিয়ামের অভাবে বীর্যের গুণমান কমে যেতে পারে। সেলেনিয়াম যেমন বীর্যের জীবনকাল বৃদ্ধি করে, তেমনই ভিটামিন সি অক্সিডেটিভ ড্যামেজ থেকে বীর্যকে রক্ষা করে।
8 / 8
পুরুষের যৌন ক্ষমতা টেস্টোস্টেরন হরমোনের উপর প্রবলভাবে নির্ভর করে। জিঙ্ক, ভিটামিন ডি এবং ভিটামিন এ-র অভাবে টেস্টোস্টেরনের ঘাটতি হতে পারে। এই সব সমস্যা মেটাতে ব্যালেন্স ডায়েট একান্ত আবশ্যক।