Bone Health: অকালেই হাড় ক্ষয়ে যাচ্ছে? অবিলম্বে ডায়েটে যোগ করুন এসব খাবার, ফল পাবেন
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Sep 06, 2023 | 3:34 PM
Calcium Rich Foods: আর এই ক্যালসিয়ামই হাড়ের প্রধান জিনিস। এর ঘাটতি দেখা দিলেই বাড়বে হাড়জনিত নানা রোগভোগ। এই ধরনের সমস্যা এড়াতে তাই পাতে রাখতে হলে হবে এমন কিছু যা শরীরকে পর্যাপ্ত ক্যালসিয়াম জোগাবে।
1 / 8
হাড় হল মানব শরীরের কাঠামো। এর উপর ভিত্তি করেই তৈরি শরীর। আর তাই হাড়ের কোনও সমস্যা হলে তা ভয়ানক হয়।
2 / 8
বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে অনেকেই হাড়ের নানা সমস্যায় ভোগেন। এর মধ্য়ে অন্যতম হল অস্টিওপোরেসিস বা হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা।
3 / 8
হাড় ক্ষয়ে যাওয়ার সমস্যা পুরুষদের তুলনায় মহিলাদের মধ্য় বেশি দেখা দেয়। কারণ একটাই মহিলাদের বয়স ৪০ পেরোলেই শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমতে থাকে।
4 / 8
আর এই ক্যালসিয়ামই হাড়ের প্রধান জিনিস। এর ঘাটতি দেখা দিলেই বাড়বে হাড়জনিত নানা রোগভোগ। এই ধরনের সমস্যা এড়াতে তাই পাতে রাখতে হলে হবে এমন কিছু যা শরীরকে পর্যাপ্ত ক্যালসিয়াম জোগাবে।
5 / 8
এমন বেশ কিছু খাবার রয়েছে যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। তাই জেনে নিন এই সমস্যা এড়াতে কী খাবেন...
6 / 8
বেশি করে দুগ্ধজাত খাবার খান। এতে ভরপুর ক্যালসিয়াম রয়েছে । যা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি একেবারেই পূরণ করতে সাহায্য করবে।
7 / 8
এছাড়া ডায়েটে যোগ করতে হবে বেশি করে শাক সবজি। যার মধ্যে বেশি করে খান বাঁধাকপি, ব্রকোলি, পালং শাক ইত্যাদি।
8 / 8
বাদামে ক্যালসিয়াম রয়েছে। তাই নিয়মিত বাদাম খান। এছাড়া নিয়মিত শরীরচর্চা করুন। তাহলেই এই ধরেনর সমস্যা থেকে মুক্তি পাবেন।