Amla Side Effects: শীতকালে আমলকি মহৌষধি ভাবছেন? যাঁদের জন্য এটি বিষের সমান
এক টুকরো আমলকি খেলে নানান রোগ পালাবে বহুদূরে। এ কথা অনেকেই বলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এমনটাই বলেন। সত্যিই আমলকিতে অনেক গুণাবলি রয়েছে। আমলকি খাওয়ার কয়েকটি সাইড এফেক্ট রয়েছে। কারা আমলকি খাবেন না, জেনে নিন।
1 / 8
শীতকালে আমলকি খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। এই মরসুমে অনেকেই শরীরকে সুস্থ রাখতে আমলকি খান। এক টুকরো আমলকি খেলে নানান রোগ পালাবে বহুদূরে। এ কথা অনেকেই বলেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এমনটাই বলেন।
2 / 8
কিন্তু আপনি কি জানেন, অতিরিক্ত আমলকি খেলে হিতে বিপরীত হতে পারে। আমলকি খাওয়ার কয়েকটি সাইড এফেক্ট রয়েছে। কারা আমলকি খাবেন না, জেনে নিন।
3 / 8
আমলকি কাঁদের জন্য বিষের সমান? বেশি পরিমাণে আমলকি খেলে রক্তচাপ স্বাভাবিকের তুলনায় কমে যেতে পারে। যাঁদের রক্তে শর্করার মাত্রা স্বাভাবিকের তুলনায় কম, সেই ব্যক্তিরা আমলকিতে কামড় দেবেন না।
4 / 8
আমলকির নানা গুণাবলি রয়েছে, তা ঠিক। কিন্তু কিছু কিছু মানুষের এটি না খাওয়া ভালো। যাঁদের পেটের সমস্যা রয়েছে, অম্বলের সমস্যায় ভোগেন, তাঁদের আমলকি খাওয়া উচিত নয়।
5 / 8
বেশি পরিমাণে আমলকি খেলে মল শক্ত হয়ে যায়। কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে যাঁদের, তাঁদের আমলা খাওয়া উচিত নয়।
6 / 8
আমলার মধ্যে মূত্রবর্ধক বৈশিষ্ট্য রয়েছে। তা শরীরে প্রস্রাব বেশি তৈরি করে। তাই আমলা বেশি খেলে ডিহাইড্রেশনের সমস্যা হয়।
7 / 8
শীতকালে আমলকি খাওয়ার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা রয়েছে। তার মধ্যে অন্যতম রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি। আমলকিতে ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে। যা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে।
8 / 8
ত্বক, চুলের যত্নেও আমলকি খুবই উপকারী। আমলকিতে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ত্বককে রক্ষা করে এবং উজ্জ্বল করে। আমলকি চুলের গোড়াকে শক্তিশালী করে এবং চুল পড়া রোধ করে।