Kidney Stone: বিয়ার খেলেই গলবে কিডনি স্টোন? জানুন আসল সত্যি
TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক
Sep 16, 2023 | 9:02 AM
Health Tips: কিডনিতে পাথর হওয়ার সঙ্গে বিয়ার খাওয়ার কোনও রকম যোগসূত্র নেই। বিয়ার বেশি খেলে ঘন ঘন প্রস্রাব হবে এতে চাপ পড়ে কিডনির পাথরও বেরিয়ে আসবে এমনটা নয়
1 / 8
কিডনির সমস্যা আগের থেকে এখন অনেক বেড়েছে। অনিয়মিত খাদ্যাভ্যাস, ধূমপান, কম জল খাওয়া, বাইরের খাবার বেশি খাওয়া, ওবেসিটি এবং অন্য সব রোগের কারণেই বাড়ছে কিডনি স্টোনের আশঙ্কা।
2 / 8
কিডনিতে স্টোন হলে অপারেশন করতে হয় অধিকাংশ সময়। আবার অনেক সময় জল আর ওষুধেও কাজ হয়ে যায়। কিডনিতে স্টোন হলে পিঠের নীচের দিকে একপাশে খুব ব্যাথা হয়। এর সঙ্গে বমিও থাকে অনেকের। প্রস্রাবের সঙ্গেও হতে পারে রক্তপাত
3 / 8
এই রক্তপাত মোটেই ভাল লক্ষণ নয়। যদি কিডনিতে স্টোন হয় তাহলে ফেলে রাখবেন না। হোমিওপ্যাথি ওষুধে স্টোন গলে যায় না। কাজেই চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। প্রয়োজনে অপারেশন করুন। তাতে ক্ষতির কোনও কিছু নেই
4 / 8
আবার অনেকেই আছেন কিডনিতে পাথর হয়েছে বলে বিয়ার খেতে শুরু করেন। এর ফল কিন্তু মারাত্মক। ধারণা বিয়ার বেশি করে খেলেই কিডনি স্টোন নিজে থেকে বেরিয়ে যাবে আর এই করতে গিয়ে আরও পাঁচটা রোগ ডেকে আনেন
5 / 8
কিডনিতে পাথর হওয়ার সঙ্গে বিয়ার খাওয়ার কোনও রকম যোগসূত্র নেই। বিয়ার বেশি খেলে ঘন ঘন প্রস্রাব হবে এতে চাপ পড়ে কিডনির পাথরও বেরিয়ে আসবে এমনটা নয়
6 / 8
যদি কিডনিতে পাথর থাকে আর আপনি মাত্রাছাড়া বিয়ার খান তাহলে সেখান থেকে হতে পারে অন্য সমস্যা। কিডনিতে পাথর থাকলে বিয়ার একেবারেই নয় বরং চিকিৎসক যে পরামর্শ দিচ্ছেন তা মেনে চলুন।
7 / 8
অনেক সময় কিডনির পাথর মূত্রনালীতে গিয়ে আটকে যায়। সেক্ষেত্রে প্রস্রাব করার সময় বেশি ব্যাথাও হয়। এই কারণে বিয়ার খাওয়া বন্ধ করতে হবে। বিয়াক বেশি খেলে ডিহাইড্রেশনের সম্ভাবনা থাকে। সেখান থেকেও পাথর হতে পারে
8 / 8
রোজ ওষুধ খাওয়ার পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে। সঙ্গে একটি মুসাম্বি লেবুর রস খান। চায়ে তুলসি পাতা দিয়ে খান। ঘরোয়া এই টোটকাতেই অনেক কাজ হয়ে যায়। সব সময় চিকিৎসকের পরামর্শ মেনে চলুন, এতে নিজের শরীর সুস্থ থাকবে