
বর্তমানে গোটা বিশ্বের পাশাপাশি ভারতেও ক্যানসার আক্রান্তের হার অতিরিক্ত বেড়ে গিয়েছে। সাম্প্রতিক গবেষণায় দেখা গিয়েছে, ৫০ বছরের কম বয়সিদের মধ্যে ক্যানসার আক্রান্তের হার বেশি

ক্যানসার আক্রান্তের হার বাড়ার যেমন একটি কারণ বায়ু দূষণ, তেমনই অন্যতম কারণ বর্তমান জীবনযাত্রা। অর্থাৎ অতিরিক্ত জাঙ্ক ফুড, অ্যালকোহল, ধূমপান থেকে কম ঘুম, অত্যধিক মানসিক চাপও ক্যানসার আক্রান্ত হওয়ার কারণ হতে পারে

অনেক সময়ই শরীরে ক্যানসারের জীবাণু বাসা বাঁধলেও অনেকে বুঝতে পারেন না। ফলে যখন ধরা পড়ে তখন অনেকটা দেরি হয়ে যায়। সময়মতো চিকিৎসা শুরু করতে ক্যানসারের উপসর্গগুলি জেনে নিন

ক্যানসার বিশেষজ্ঞ জানান, শরীরে ক্যানসারের জীবাণু বাসা বাঁধলে ৫টি উপসর্গ বা ৫টির মধ্যে কোনও একটি দেখা দিতে পারে। এই উপসর্গগুলি দেখা দিলে অবহেলা করবেন না। অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন

আয়রনের অন্যতম উৎস হল, মোচা। ফলে হিমোগ্লোবিন সৃষ্টি করতে সাহায্য করে এই কলার ফুল। তাই রক্তাল্পতার সমস্যায় ভুগলে প্রতিদিনের ডায়েটে মোচার যে কোনও পদ রাখুন

কাশির সময় রক্তপাত, প্রস্রাবের সঙ্গে রক্ত পড়া, স্তনে ফোলাভাব, গলায় ব্যথা ও খাবার গিলতে অসুবিধা, মেনোপজের পর রক্ত পড়াও ক্যানসারের অন্যতম লক্ষণ। এগুলির কোনও একটি লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন এবং পরীক্ষা করান

বিশিষ্ট অঙ্কোলজিস্টের মতে, ক্যানসারের কোনও লক্ষণ দেখা দিলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন এবং পরীক্ষা করান। তাহলে গোড়াতেই ক্যানসার ধরা পড়বে এবং শুরুতেই চিকিৎসার মাধ্যমে মারণরোগ প্রতিরোধ করা সম্ভব হবে

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ক্যানসার ২০০ ধরনের হয়। ফলে ক্যানসারের বিভিন্ন উপসর্গ হতে পারে। তবে গোড়াতেই ক্যানসার ধরা পড়লে এবং চিকিৎসা শুরু করলে রোগ নিরাময় অনেকাংশে সম্ভব