Cervical Cancer: অহেতুক ভয় নয়, সঠিক সময়ে চিকিৎসা করলেই পুরোপুরি সেরে যায় জরায়ুর ক্যানসার

শুধু অসচেতনতার অভাবে ভারতে প্রতি ১০ মিনিটে ১ জন মহিলা মারা যান সার্ভাইকাল ক্যানসারে। যাকে বলা হয় জরায়ু মুখের ক্যানসার। এই ক্যানসার উপযুক্ত চিকিৎসায় ১০০ ভাগ সারিয়ে তোলা সম্ভব।

Dec 21, 2024 | 3:48 PM

1 / 8
এ বছর লোকসভা অধিবেশনের আগের বাজেট অধিবেশনে জরায়ু মুখের ক্যানসারের টিকা বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছিলেন, '৯ থেকে ১৪ বছরের কিশোরীদের এই টিকা দেওয়া হবে।'

এ বছর লোকসভা অধিবেশনের আগের বাজেট অধিবেশনে জরায়ু মুখের ক্যানসারের টিকা বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। তিনি বলেছিলেন, '৯ থেকে ১৪ বছরের কিশোরীদের এই টিকা দেওয়া হবে।'

2 / 8
ভারতে প্রতি ১০ মিনিটে ১ জন মহিলা সার্ভাইকাল ক্যানসারে মারা যান। এক্ষেত্রে অসচেতনতা অন্যতম কারণ। সঠিক সময়ে এই রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু হলে তা সেরে যায়।

ভারতে প্রতি ১০ মিনিটে ১ জন মহিলা সার্ভাইকাল ক্যানসারে মারা যান। এক্ষেত্রে অসচেতনতা অন্যতম কারণ। সঠিক সময়ে এই রোগ শনাক্ত করে চিকিৎসা শুরু হলে তা সেরে যায়।

3 / 8
জরায়ু মুখের ক্যানসারের কারণ কী? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV এর অন্যতম কারণ। চিকিৎসকরদের মতে, তা ভ্যাকসিন মারফত প্রতিরোধও করা যায়।

জরায়ু মুখের ক্যানসারের কারণ কী? হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা HPV এর অন্যতম কারণ। চিকিৎসকরদের মতে, তা ভ্যাকসিন মারফত প্রতিরোধও করা যায়।

4 / 8
জরায়ু মুখ ক্যানসারের উপসর্গ প্রাথমিকভাবে বোঝা যায় না। তা ছড়িয়ে পড়লে অন্য উপসর্গ দেখে বুঝতে হয়। কী সেই উপসর্গগুলি?

জরায়ু মুখ ক্যানসারের উপসর্গ প্রাথমিকভাবে বোঝা যায় না। তা ছড়িয়ে পড়লে অন্য উপসর্গ দেখে বুঝতে হয়। কী সেই উপসর্গগুলি?

5 / 8
কী দেখে বুঝবেন সার্ভাইকাল ক্যানসার হতে পারে? সহবাসের সময় কোমরে ব্যথা, যোনি থেকে রক্তপাত, মনোপজের পর রক্তপাত, যোনি থেকে দুর্গন্ধযুক্ত স্রাব বের হওয়া, সহবাসের পর রক্তপাত দেখা গেলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।

কী দেখে বুঝবেন সার্ভাইকাল ক্যানসার হতে পারে? সহবাসের সময় কোমরে ব্যথা, যোনি থেকে রক্তপাত, মনোপজের পর রক্তপাত, যোনি থেকে দুর্গন্ধযুক্ত স্রাব বের হওয়া, সহবাসের পর রক্তপাত দেখা গেলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত।

6 / 8
সার্ভাইকাল ক্যানসার কাদের বেশি হতে পারে? সাধারণত ৩৫-৫৫ বছর বয়সী মহিলাদের এই রোগ বেশি হতে পারে। ভারতে অবশ্য ১৫ বছরের মেয়েদেরও সার্ভাইকাল ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর রয়েছে।

সার্ভাইকাল ক্যানসার কাদের বেশি হতে পারে? সাধারণত ৩৫-৫৫ বছর বয়সী মহিলাদের এই রোগ বেশি হতে পারে। ভারতে অবশ্য ১৫ বছরের মেয়েদেরও সার্ভাইকাল ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর রয়েছে।

7 / 8
জরায়ু মুখ ক্যানসার রোখার জন্য কতগুলো টিকা নিতে হয়? ৯-১৪ বছরের মেয়েদের এই টিকার ২টো ডোজ নিতে হয়। যদি সেই সময় টিকা না নেওয়া হয়, সেক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত মহিলাদের ৩টি ডোজ নিলে এই ক্যানসার প্রতিরোধ সম্ভব।

জরায়ু মুখ ক্যানসার রোখার জন্য কতগুলো টিকা নিতে হয়? ৯-১৪ বছরের মেয়েদের এই টিকার ২টো ডোজ নিতে হয়। যদি সেই সময় টিকা না নেওয়া হয়, সেক্ষেত্রে ৪৫ বছর পর্যন্ত মহিলাদের ৩টি ডোজ নিলে এই ক্যানসার প্রতিরোধ সম্ভব।

8 / 8
অনেক মহিলা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান না। যদি মেয়েরা  নিয়মিত জরায়ু পরীক্ষা করান, তা হলে প্রাথমিক পর্যায়ে এই জরায়ু মুখ ক্যানসার যদি ধরা পড়ে তা হলে চিকিৎসা মারফত তা সারিয়ে তোলা যায়।

অনেক মহিলা নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান না। যদি মেয়েরা নিয়মিত জরায়ু পরীক্ষা করান, তা হলে প্রাথমিক পর্যায়ে এই জরায়ু মুখ ক্যানসার যদি ধরা পড়ে তা হলে চিকিৎসা মারফত তা সারিয়ে তোলা যায়।