Diarrhea: ঘন-ঘন পেট খারাপ হয়? মুক্তি পেতে যা কিছু করবেন
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Oct 03, 2023 | 6:13 PM
Diarrhea Cure: এই জন্য একটি গোটা রসুনের কোয়া মুখে নিন। এবার গরম জল দিয়ে তা গিলে নিন। দেখবেন এতে পেটও ভাল থাকবে ও কোনও রকমর পেটের সমস্যাও হবে না।এছাড়া খেতে পারেন রসুনও।এতে অ্যান্টিভাইরাল ও অ্য়ান্টিব্যাকটেররিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে।যা এর থেকে মুক্তি দেবে।
1 / 8
ঘন-ঘন পেট খারাপের সমস্যায় ভোগেন অনেকেই। এতে শরীর ভীষণই দুর্বল হয়ে যায়। কোনও কিছু খাওয়ার ইচ্ছে পর্যন্ত চলে যায়।
2 / 8
এটা মূলত ফুড পয়জনের জন্য হয়। তবে বারবার এই ফুড পয়জনিং কাম্য় নয়। তাই এ ব্যাপারে বিশেষ নজর দিতে হবে। নইলে সমস্যা বাড়বে।
3 / 8
জানেন কি এমন বেশ কিছু খাবার রয়েছে যা এই ফুড পয়জনিং-এর সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। তাই অবিলম্বে এসব খাবার খাওয়া শুরু করুন।
4 / 8
পেট খারাপের সমস্যা হলে লেবু খেতে পারেন, উপকার পাবেন। এক গ্লাস জলে লেবুর রস ও চিনি মিশিয়ে দিন। এবার তা পান করুন।
5 / 8
এছাড়া খেতে পারেন অ্য়াপেল সিডার ভিনিগারও। গরম জলে অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে খেলে ভাল কাজ হবে। এতে স্বস্তি পাবেন অনেকটাই।
6 / 8
দীর্ঘদিন ধরে ডায়ারিয়ার সমস্যায় ভুগলে শরীরে পটাসিয়ামের অভাব দেখা দেয়। আর এর অভাবে শরীর ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে।
7 / 8
এছাড়া খেতে পারেন রসুনও। এতে অ্যান্টিভাইরাল ও অ্য়ান্টিব্যাকটেররিয়াল ও অ্যান্টিফাঙ্গাল উপাদান রয়েছে। যা এই সমস্য়া থেকে আপনাকে মুক্তি দিতে পারে।
8 / 8
এই জন্য একটি গোটা রসুনের কোয়া মুখে নিন। এবার গরম জল দিয়ে তা গিলে নিন। দেখবেন এতে পেটও ভাল থাকবে ও কোনও রকমর পেটের সমস্যাও হবে না।