শীতের রোদে কমবে ক্যানসারের ঝুঁকি, বাড়বে স্মৃতিশক্তি! জানুন মিঠে তাপের গুণাগুণ
Benefits of Sunbath: শীতে বেশিরভাগ মানুষের মধ্যেই আলসেমি আসে। রোদ পোহালে এই আলসেমি দূর হয়। করার শক্তি মেলে। এ ছাড়া এতে মস্তিষ্কের কোষের বিকাশ ঘটে। শীতকালে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের থেকে কমে যায়। শীতের রোদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে।
1 / 8
ঝাঁকিয়ে পড়েছে শীত। বঙ্গবাসী এখন লেপের তলায়। কনকনে ঠান্ডার হাত থেকে বাঁচতে একমাত্র ভরসা এখন সূর্যিমামা। (ছবি:Pinterest)
2 / 8
তাই সময় পেলেই রোদে বসে সময় কাটান তাঁরা। কেউ-কেউ আবার সানবাথ অর্থাৎ রোদের তাপে স্নানও করেন। এই অভ্যাস ভালো না খারাপ?(ছবি:Pinterest)
3 / 8
বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস আসলে শরীরের পক্ষে ভালো। এর বিশেষ কিছু সুবিধা রয়েছে। কী সেগুলি? আসুন দেখে নেওয়া যাক। (ছবি:Pinterest)
4 / 8
শীতে রোদ পোহালে ঘুম ভালো হয় বলে জানা গিয়েছে। সূর্যের আলো মেলাটোনিন নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে ভালো ঘুম হয়। (ছবি:Pinterest)
5 / 8
শীতে রোদে সময় কাটালে ক্যানসারের ঝুঁকি কমে। এ ছাড়া সূর্যের আলোয় ভিটামিন ডি রয়েছে। যা হাড় মজবুত করতে সাহায্য করে। (ছবি:Pinterest)
6 / 8
এ ছাড়া মানসিক চাপ থেকে মুক্তি দেয় শীতের রোদ। এর পাশাপাশি রোদ পোহালে স্মৃতিশক্তিও বাড়ে। (ছবি:Pinterest)
7 / 8
শীতে বেশিরভাগ মানুষের মধ্যেই আলসেমি আসে। রোদ পোহালে এই আলসেমি দূর হয়। করার শক্তি মেলে। এ ছাড়া এতে মস্তিষ্কের কোষের বিকাশ ঘটে। (ছবি:Pinterest)
8 / 8
শীতকালে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা স্বাভাবিকের থেকে কমে যায়। শীতের রোদ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। (ছবি:Pinterest)