আদরের কুকুর ছানাকে এ সব খাবার দেন? অজান্তেই ডাকছেন বিপদ!

Jan 20, 2024 | 3:53 PM

Pet Dogs Care: স্নেহের বশে অনেকেই নিজেদের মুখের খাবার পোষ্যকে দিয়ে দেন। বিশেষ করে কুকুরকে। তবে আপনার এই ভালোবাসাই পোষ্যর শরীরের ক্ষতি করতে পারে তা জানেন কি? তাই জেনে নিন কোন ধরনের খাবার কুকুরকে দেওয়া চলবে না। আর কী খেলে সুস্থ থাকবে আপনার আদরের পোষ্য। রইল সেই তালিকা।

1 / 8
অনেক বাড়িতেই আজকাল পোষ্য দেখা যায়। বিশেষ করে কুকুর।অতি যত্নে, স্নেহে তাদের লালানপালন করেন মানুষ। সন্তানস্নেহে লালিতপালিত হয় পোষ্যরা। ভালোবাসা, আদর সব দিয়ে তাদের বড় করে তোলেন মানুষ। ভালোবাসা, স্নেহ তো থাকবেই, তারা পাশাপাশি কড়া হাতে তাদের ডায়েটটাও বেছে নিতে হবে। (ছবি:Pinterest)

অনেক বাড়িতেই আজকাল পোষ্য দেখা যায়। বিশেষ করে কুকুর।অতি যত্নে, স্নেহে তাদের লালানপালন করেন মানুষ। সন্তানস্নেহে লালিতপালিত হয় পোষ্যরা। ভালোবাসা, আদর সব দিয়ে তাদের বড় করে তোলেন মানুষ। ভালোবাসা, স্নেহ তো থাকবেই, তারা পাশাপাশি কড়া হাতে তাদের ডায়েটটাও বেছে নিতে হবে। (ছবি:Pinterest)

2 / 8
স্নেহের বশে অনেকেই নিজেদের মুখের খাবার পোষ্যকে দিয়ে দেন। বিশেষ করে কুকুরকে। তবে আপনার এই ভালোবাসাই পোষ্যর শরীরের ক্ষতি করতে পারে তা জানেন কি? তাই জেনে নিন কোন ধরনের খাবার কুকুরকে দেওয়া চলবে না। আর কী খেলে  সুস্থ থাকবে আপনার আদরের পোষ্য। রইল সেই তালিকা। (ছবি:Pinterest)

স্নেহের বশে অনেকেই নিজেদের মুখের খাবার পোষ্যকে দিয়ে দেন। বিশেষ করে কুকুরকে। তবে আপনার এই ভালোবাসাই পোষ্যর শরীরের ক্ষতি করতে পারে তা জানেন কি? তাই জেনে নিন কোন ধরনের খাবার কুকুরকে দেওয়া চলবে না। আর কী খেলে সুস্থ থাকবে আপনার আদরের পোষ্য। রইল সেই তালিকা। (ছবি:Pinterest)

3 / 8
কুকুরদের একেবারেই চকোলেট দেবেন না। কারণ এতে থিয়োব্রোমিন নামক এক ধরনের অ্যালকালয়েড রয়েছে। যা কুকুরদের মেজাজ বিগড়ে দেয়। পাশাপাশি এতে তাদের পেটের নানা সমস্যা দেখা দেয়। (ছবি:Pinterest)

কুকুরদের একেবারেই চকোলেট দেবেন না। কারণ এতে থিয়োব্রোমিন নামক এক ধরনের অ্যালকালয়েড রয়েছে। যা কুকুরদের মেজাজ বিগড়ে দেয়। পাশাপাশি এতে তাদের পেটের নানা সমস্যা দেখা দেয়। (ছবি:Pinterest)

4 / 8
বমি, পেট ব্যথা, ডায়রিয়া একাধিক সমস্যা তৈরি হতে পারে। চকোলেট কুকুরদের হার্টরেট বাড়িয়ে পর্যন্ত দেয়। তাই একেবারেই চকোলেট দেওয়া চলবে না তাদের। (ছবি:Pinterest)

বমি, পেট ব্যথা, ডায়রিয়া একাধিক সমস্যা তৈরি হতে পারে। চকোলেট কুকুরদের হার্টরেট বাড়িয়ে পর্যন্ত দেয়। তাই একেবারেই চকোলেট দেওয়া চলবে না তাদের। (ছবি:Pinterest)

5 / 8
কুকুরকে ভুলেও আঙুর ও কিশমিস দেবেন না। এতে তাদের কিডনি ফেলিওর হতে পারে। সামান্য আঙুরও ভয়ঙ্কর ক্ষতি করে দিতে পারে আপনার কুকুরের।(ছবি:Pinterest)

কুকুরকে ভুলেও আঙুর ও কিশমিস দেবেন না। এতে তাদের কিডনি ফেলিওর হতে পারে। সামান্য আঙুরও ভয়ঙ্কর ক্ষতি করে দিতে পারে আপনার কুকুরের।(ছবি:Pinterest)

6 / 8
কুকুকের খাবারে পেঁয়াজ, রসুন দেবেন না। এতে তাদের রক্তকণিকা ক্ষতিগ্রস্থ হয়। যা পরে অ্যানিমিয়াকে ডেকে আনে। এ ছাড়া কুকুরদের দেওয়া চলবে না অ্যাভাকাডো। কারণ এতে পার্সিন রয়েছে। যা কুকুরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। (ছবি:Pinterest)

কুকুকের খাবারে পেঁয়াজ, রসুন দেবেন না। এতে তাদের রক্তকণিকা ক্ষতিগ্রস্থ হয়। যা পরে অ্যানিমিয়াকে ডেকে আনে। এ ছাড়া কুকুরদের দেওয়া চলবে না অ্যাভাকাডো। কারণ এতে পার্সিন রয়েছে। যা কুকুরের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। (ছবি:Pinterest)

7 / 8
কুকুরের দেহে যাতে কোনও ভাবেই অ্যালকোহল না যায় সে দিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া আদরের কুকুর ছানাকে কফিযুক্ত কোনও খাবার দেবেন না। কারণ এতে ক্যাফেইন থাকে। যা তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। এতে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। (ছবি:Pinterest)

কুকুরের দেহে যাতে কোনও ভাবেই অ্যালকোহল না যায় সে দিকে খেয়াল রাখতে হবে। এ ছাড়া আদরের কুকুর ছানাকে কফিযুক্ত কোনও খাবার দেবেন না। কারণ এতে ক্যাফেইন থাকে। যা তাদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। এতে তাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। (ছবি:Pinterest)

8 / 8
সুস্থ রাখতে তাদের প্রতিদিন সেদ্ধ চিকেন খাওয়ান। শাকসবজি দিতে পারেন। আজকাল বাজারে বিভিন্ন ধরনের ডগফুড পাওয়া যায়। বিশেষজ্ঞর পরামর্শ মতো এই ধরেনর খাবার দিতে পারেন। ঘি,মাখনযুক্ত কিছু দেবেন না। (ছবি:Pinterest)

সুস্থ রাখতে তাদের প্রতিদিন সেদ্ধ চিকেন খাওয়ান। শাকসবজি দিতে পারেন। আজকাল বাজারে বিভিন্ন ধরনের ডগফুড পাওয়া যায়। বিশেষজ্ঞর পরামর্শ মতো এই ধরেনর খাবার দিতে পারেন। ঘি,মাখনযুক্ত কিছু দেবেন না। (ছবি:Pinterest)

Next Photo Gallery