শীতে দেদার চুমুক কফি কাপে? জানুন কী ক্ষতি করছেন শরীরের

Jan 29, 2024 | 11:51 AM

Side Effects Of Coffee: কফিতে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে। যা পাকস্থলীর গায়ে ক্ষত সৃষ্টি করে। এ ছাড়া যা আলসার ও বদহজমের সমস্যা বাড়িয়ে দেয়। ঘুমের ব্যাঘাত ঘটায় কফি। গবেষণা বলছে, যাঁরা দিনে ৩ কাপের বেশই কফি খান তাঁরা পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারেন না।

1 / 8
চা কফির নেশা নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর শীতে কফির নেশাটা একটু বেশিই বাড়ে। সকাল থেকে রাত পর্যন্ত বেশ কয়েক কাপ কফি হয়েই যায়।  (ছবি:Pinterest)

চা কফির নেশা নেই এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। আর শীতে কফির নেশাটা একটু বেশিই বাড়ে। সকাল থেকে রাত পর্যন্ত বেশ কয়েক কাপ কফি হয়েই যায়। (ছবি:Pinterest)

2 / 8
ঠান্ডায় গা গরম করতে বারবার কফি কাপে চুমুক দেন মানুষজন। আর এতেই বাড়ে বিপদ। কারণ এতে ক্যাফিন রয়েছে যা শরীরের জন্য ক্ষতিকারক।  (ছবি:Pinterest)

ঠান্ডায় গা গরম করতে বারবার কফি কাপে চুমুক দেন মানুষজন। আর এতেই বাড়ে বিপদ। কারণ এতে ক্যাফিন রয়েছে যা শরীরের জন্য ক্ষতিকারক। (ছবি:Pinterest)

3 / 8
শরীরের একাধিক সমস্যা ডেকে আনে এই পানীয়। এ বার আর দেরী না করে জেনে নিন অতিরিক্ত কফি খেলে কী ক্ষতি হয়। আর কফি খাওয়ায় লাগাম টানুন।  (ছবি:Pinterest)

শরীরের একাধিক সমস্যা ডেকে আনে এই পানীয়। এ বার আর দেরী না করে জেনে নিন অতিরিক্ত কফি খেলে কী ক্ষতি হয়। আর কফি খাওয়ায় লাগাম টানুন। (ছবি:Pinterest)

4 / 8
অতিরিক্ত কফি খেলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। ধীরে-ধীরে কিডনির কার্যক্ষমতা হ্রাস পেতে থাকে। তাই বেশি কফি পান করা থেকে বিরত থাকুন।  (ছবি:Pinterest)

অতিরিক্ত কফি খেলে কিডনি ক্ষতিগ্রস্ত হয়। ধীরে-ধীরে কিডনির কার্যক্ষমতা হ্রাস পেতে থাকে। তাই বেশি কফি পান করা থেকে বিরত থাকুন। (ছবি:Pinterest)

5 / 8
এ ছাড়া সকালে খালি পেটে কফি পান করলে পাকস্থলীতে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। যা হজমে বাধা দেয়।  (ছবি:Pinterest)

এ ছাড়া সকালে খালি পেটে কফি পান করলে পাকস্থলীতে প্রচুর পরিমাণে হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়। যা হজমে বাধা দেয়। (ছবি:Pinterest)

6 / 8
 জানেন কি স্নায়ুতন্ত্রের উপর খারাপ প্রভাব ফেলে কফি? স্নায়ুতন্ত্রের উপর চাপ সৃষ্টি করে এই পানীয়। তাই কফি বেশি খাবেন না।  (ছবি:Pinterest)

জানেন কি স্নায়ুতন্ত্রের উপর খারাপ প্রভাব ফেলে কফি? স্নায়ুতন্ত্রের উপর চাপ সৃষ্টি করে এই পানীয়। তাই কফি বেশি খাবেন না। (ছবি:Pinterest)

7 / 8
কফিতে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে। যা পাকস্থলীর গায়ে ক্ষত সৃষ্টি করে। এ ছাড়া যা আলসার ও বদহজমের সমস্যা বাড়িয়ে দেয়।  (ছবি:Pinterest)

কফিতে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে। যা পাকস্থলীর গায়ে ক্ষত সৃষ্টি করে। এ ছাড়া যা আলসার ও বদহজমের সমস্যা বাড়িয়ে দেয়। (ছবি:Pinterest)

8 / 8
ঘুমের ব্যাঘাত ঘটায় কফি। গবেষণা বলছে, যাঁরা দিনে ৩ কাপের বেশই কফি খান তাঁরা পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারেন না। (ছবি:Pinterest)

ঘুমের ব্যাঘাত ঘটায় কফি। গবেষণা বলছে, যাঁরা দিনে ৩ কাপের বেশই কফি খান তাঁরা পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে পারেন না। (ছবি:Pinterest)

Next Photo Gallery