Side Effects Of Alcohol: উইকেন্ড হলেই চুমুক মদের গ্লাসে? ভাবতেও পারছেন না কী বিপদ ঘনিয়ে আসছে!
TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
Jul 09, 2023 | 9:52 PM
Side Effects Of Alcohol: এছাড়া অত্যধিক মদ্যপান মুডের উপরও প্রভাব ফেলে। এতে ধীরে-ধীরে মানুষ খিটখিটে হয়ে যায়। এবং কর্মক্ষমতা হারায়। শুধু তাই-ই নয়, অত্যধিক মদ্যপান পুরুষদের শরীরে শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়।
1 / 8
মদ্যপান ভীষণই খারাপ অভ্যাস। তবে তা জেনেও এই অভ্যাস ছাড়তে পারেন না অনেকেই। মদের নেশায় বুঁদ হয়ে থাকেন তাঁরা। আর এতেই বাড়ে বিপদ।
2 / 8
রোজ মদ্যপান করলে শরীরে বারোটা বাজে। তবে এটিকে এতটা লঘু করে দেখলে হবে না। রোজ মদ খেলে শরীরের এমন কিছু ক্ষতি হতে পারে যা আপনি কল্পনাও করতে পারছেন না।
3 / 8
জানেন কি মদ্যপানের প্রভাব পড়ে ঘুমের উপরও? অতিরিক্ত মদ্যপান করলে সারাদিন ক্লান্তিভাব আসে কিন্তু রাতে পর্যাপ্ত পরিমাণে ঘুম হয় না। আর ঘুম না হলে একাধিক শারীরিক সমস্যা দেখা দেয়।
4 / 8
২০২২ সালে 'নেচার কমিউনিকেশন জার্নাল'-এ প্রকাশিত রিপোর্ট অনুযায়ী মদ্যপানের প্রভাব পড়ে মস্তিষ্কর উপর। মদ্যপান করলে মস্তিষ্কে সাদা আস্তরন পড়ে যাওয়ার আশঙ্কা বাড়ে।
5 / 8
অতিরিক্ত মদ্যপান করলে প্রভাবিত হয় রোগ প্রতিরোধ ক্ষমতাও। শরীরকে ধীরে-ধীরে বিকল করে দিতে থাকে অ্যালকোহল। যার কারণে শরীরে নানা ধরনের প্রদাহ দেখা দেয়।
6 / 8
এছাড়া ওজন বেড়ে যাওয়াতো রয়েছেই। অ্যালকোহলে অত্যধিক পরিমাণে ক্যালোরি থাকে। ফলে অতিরিক্ত খেলে খুব তাড়াতাড়িই ওজন বাড়তে থাকে।
7 / 8
নিত্য মদ্যপান করলে শরীরে খারাপ কোলেস্টেরলেরব পরিমাণ বাড়ে। যার সরাসরি প্রভাব পড়ে হার্টের উপরও। এতে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে।
8 / 8
এছাড়া অত্যধিক মদ্যপান মুডের উপরও প্রভাব ফেলে। এতে ধীরে-ধীরে মানুষ খিটখিটে হয়ে যায়। এবং কর্মক্ষমতা হারায়। শুধু তাই-ই নয়, অত্যধিক মদ্যপান পুরুষদের শরীরে শুক্রাণুর সংখ্যা কমিয়ে দেয়।