Heart Attack Symptoms: বিনা কারণে হাত-পা ঝিনঝিন করে? হার্ট ঝুঁকির মুখে নেই তো

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Apr 26, 2023 | 10:45 AM

Heart Attack: হৃদরোগের অন্যতম লক্ষণ হল নখের উপর লাল ও বেগুনি রেখা। খেয়াল রাখবেন চোখের আশেপাশে সাদা বা হলুদ কোনও মাংসপিণ্ড বোঝা যাচ্ছে কি না। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি হলে এই ধরনের সমস্যা হয়।

1 / 8
হৃদরোগ (Heart Attack) কিন্তু নিঃশব্দ ঘাতক। তাই আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। শরীরের বেশ কিছু লক্ষণ দেখলে ফেলে রাখবেন না। চিকিৎসকের পরামর্শ নিন।

হৃদরোগ (Heart Attack) কিন্তু নিঃশব্দ ঘাতক। তাই আগে থেকে সতর্ক হওয়া প্রয়োজন। শরীরের বেশ কিছু লক্ষণ দেখলে ফেলে রাখবেন না। চিকিৎসকের পরামর্শ নিন।

2 / 8
 হৃদরোগের অন্যতম লক্ষণ হল নখের উপর লাল ও বেগুনি রেখা। চিকিৎসা শাস্ত্রে একে স্প্লিন্টার হ্য়ামারেজ বলে। নখের উপরে এই ধরনের দাগ ও অনিয়মিত হৃদস্পন্দন দেখলেই বিশেষজ্ঞর পরামর্শ নিন।

হৃদরোগের অন্যতম লক্ষণ হল নখের উপর লাল ও বেগুনি রেখা। চিকিৎসা শাস্ত্রে একে স্প্লিন্টার হ্য়ামারেজ বলে। নখের উপরে এই ধরনের দাগ ও অনিয়মিত হৃদস্পন্দন দেখলেই বিশেষজ্ঞর পরামর্শ নিন।

3 / 8
দি কোনও বাহ্যিক আঘাত ছাড়াই গোড়ালি ফোলে তবে সতর্ক হতে হবে। ফোলা অংশে হাত দিয়ে চাপলে যদি গর্ত হয়ে যায় তবে আর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এটি হৃদরোগের অন্য়তম লক্ষণ।

দি কোনও বাহ্যিক আঘাত ছাড়াই গোড়ালি ফোলে তবে সতর্ক হতে হবে। ফোলা অংশে হাত দিয়ে চাপলে যদি গর্ত হয়ে যায় তবে আর দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ এটি হৃদরোগের অন্য়তম লক্ষণ।

4 / 8
শুধু গোড়ালিই নয়, আঙুলের ডগায় ফোলা ভাবও কিন্তু জানান দেয় হৃদযন্ত্র ভাল নেই। অনেকসময় নখের বৃদ্ধিও হ্রাস পায়। এটিও মোটেই ভাল লক্ষণ নয়।

শুধু গোড়ালিই নয়, আঙুলের ডগায় ফোলা ভাবও কিন্তু জানান দেয় হৃদযন্ত্র ভাল নেই। অনেকসময় নখের বৃদ্ধিও হ্রাস পায়। এটিও মোটেই ভাল লক্ষণ নয়।

5 / 8
অনেকসময় হাত-পা বিনা কারণেই ঝিনঝিন করে। স্বাভাবিক রক্ত সঞ্চালন ব্যাবত হলে এই সমস্যা হতে পারে। এরকম সমস্য়া প্রায়শই হলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিন।

অনেকসময় হাত-পা বিনা কারণেই ঝিনঝিন করে। স্বাভাবিক রক্ত সঞ্চালন ব্যাবত হলে এই সমস্যা হতে পারে। এরকম সমস্য়া প্রায়শই হলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নিন।

6 / 8
খেয়াল রাখবেন চোখের আশেপাশে সাদা বা হলুদ কোনও মাংসপিণ্ড বোঝা যাচ্ছে কি না। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি হলে এই ধরনের সমস্যা হয়।

খেয়াল রাখবেন চোখের আশেপাশে সাদা বা হলুদ কোনও মাংসপিণ্ড বোঝা যাচ্ছে কি না। রক্তে কোলেস্টেরলের পরিমাণ বেশি হলে এই ধরনের সমস্যা হয়।

7 / 8
হাতের তালু বিবর্ণ হয়ে যাওয়াও ভাল লক্ষণ নয়। হৃদযন্ত্র বা তার পার্শ্ববর্তী রক্তনালীতে সংক্রমণ হলে এই সমস্যা হয়।

হাতের তালু বিবর্ণ হয়ে যাওয়াও ভাল লক্ষণ নয়। হৃদযন্ত্র বা তার পার্শ্ববর্তী রক্তনালীতে সংক্রমণ হলে এই সমস্যা হয়।

8 / 8
পা যদি বিনা কারণে অসাড় হয়ে আসে এবং সেই সঙ্গেই ব্যথা অনুভব করলে অবিলম্বে বিশেষজ্ঞর পরামর্শ নিন।

পা যদি বিনা কারণে অসাড় হয়ে আসে এবং সেই সঙ্গেই ব্যথা অনুভব করলে অবিলম্বে বিশেষজ্ঞর পরামর্শ নিন।

Next Photo Gallery