TV9 Bangla Digital | Edited By: Sneha Sengupta
May 14, 2023 | 8:50 AM
সেই আদিযুগ থেকে রূপচর্চা ও স্বাস্থ্য়ের জন্য ব্যবহার করে আসা হচ্ছে নিমপাতা। শুধু এর পাতাই নয়, নিমডাল, ফল সবেতেই রয়েছে ঔষধি গুণ।
এই জন্যই মায়েরা জোর করে পাতে গুজে দেন নিমপাতা। ইতিহাস ঘাঁটলে দেখা যাবে আগে বহু বাড়িতে প্রথম পাতে নিমপাতে না খেয়ে অন্য কিছু মুখে তোলা হত না।
ব্লাড সুগার থেকে ক্যানসার সব রুখে দিতে পারে এই বিশেষ পাতা। শুধু তাই নয় আরও একাধিক রোগের সঙ্গে মোকাবিলা করার শক্তি রয়েছে এই পাতার মধ্যে।
যতদিন যাচ্ছে ডায়াবেটিসের সমস্যা। আর জানেন কি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে নিমপাতা? এই পাতায় উপস্থিত উপাদান ইনসুলিনকে কাজ করতে সাহায্য করে থাকে। নিয়মিত নিমপাতা খেলে বাগে আনা সম্ভব ডায়াবেটিস।
মানুষের মুখের ভিতর বাসা বাঁধে বহু জীবাণু। যা পরিস্কার না করলে হতে পারে নানান রোগ। নিমপাতায় উপস্থিত জীবাণুনাশক উপাদান এর বিরুদ্ধে লড়াই করে।
যতদিন যাচ্ছে বাড়ছে ক্যানসার আক্রান্তের সংখ্যা। নিমপাতায় উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট ক্যানসার কোষের বৃদ্ধি আটকে দেয়। শুধু তাই নয় দেহের মৃত কোষকেও বের করে দিতে সক্ষম এই পাতা।
অনিয়ন্ত্রিত, অস্বাস্থ্যকর জীবনযাপনের জন্য় অনেকেই আলসারে আক্রান্ত হয়।মূলত এইচ পাইলোরি নামক জীবাণুর আক্রমণে এই রোগ হয়। এই সমস্যা সমাধানে সাহায্য করে নিমপাতা।
ব্রণ, খুশকির সমস্য়া সমাধানের মোক্ষম দাওয়াই কিন্তু নিমপাতা। এই পাতা বেটে ব্রণর উপর লাগালে দূর হবে এই সমস্যা। একই ভাবে স্ক্যাল্পে লাগালে উপকার পাবেন খুশকির সমস্যা থেকে।