Cod Liver Oil Benefits: এই একটি উপাদানেই সুস্থ থাকবে চোখ, হার্ট থেকে পেশি
Sukla Bhattacharjee |
Feb 28, 2024 | 8:45 AM
Cod liver oil benefits: কড লিভার অয়েলের কথা কে না জানে! আমাদের মা-ঠাকুমারা শিশুদের হাড় শক্ত করতে কড লিভার অয়েল দিয়ে ম্যাসাজ করতেন। এখনও শিশু থেকে বয়স্কদের পেশি ও হাড় শক্ত করতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড-সমৃদ্ধ কড লিভার অয়েল দিয়ে ম্যাসাজের পরামর্শ দেন চিকিৎসকরা।
1 / 8
কড লিভার অয়েলের কথা কে না জানে! পুষ্টিগুণে সমৃদ্ধ উপাদান এটি। মূলত, কড মাছের যকৃৎ থেকে পাওয়া যায় কড লিভার অয়েল। তবে বর্তমানে কড লিভার অয়েলের ক্যাপসুল পাওয়া যায়
2 / 8
কড লিভার অয়েলে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ভিটামিন-এ ও ভিটামিন-ডি রয়েছে, যা চুল, চোখ থেকে শুরু করে হার্ট লিভার এবং হাড়ের জন্য খুব উপকারী
3 / 8
আমাদের মা-ঠাকুমারা শিশুদের হাড় শক্ত করতে কড লিভার অয়েল দিয়ে ম্যাসাজ করতেন। এখনও শিশু থেকে বয়স্কদের পেশি ও হাড় শক্ত করতে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড-সমৃদ্ধ কড লিভার অয়েল দিয়ে ম্যাসাজের পরামর্শ দেন চিকিৎসকরা
4 / 8
ভিটামিন-ডি-তে সমৃদ্ধ কড লিভার অয়েল ব্রেনকে সতেজ রাখতে সহায়তা করে। তাই স্মৃতিশক্তি বাড়াতে এবং বয়সজনিত কারণে স্মৃতিভ্রংশ হলে অনেক সময় কড লিভার অয়েলের ক্যাপসুল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকেরা
5 / 8
চোখের জন্য প্রয়োজন ভিটামিন-এ, যা কড লিভার অয়েলে রয়েছে। এছাড়া দৃষ্টিশক্তি ঠিক রাখতে সাহায্য করে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। তাই নিয়মিত কড লিভার অয়েল বা ক্যাপসুল সেবন করলে Dry Eye থেকে চোখের নানা সমস্যা কমে
6 / 8
ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডে সমৃদ্ধ কড লিভার অয়েল ট্রাইগ্লিসারিনের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে। এছাড়া রক্ত জমাটের সম্ভাবনাও কমায়। ফলে হার্ট সুস্থ রাখতে সাহায্য করে এটা
7 / 8
কড লিভার অয়েলে থাকা ভিটামিন-এ শরীরে শ্বেত রক্ত কণিকা বাড়াতে সাহায্য করে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ফলে ফ্লু, ইনফ্লুয়েঞ্জা বা চটজলদি যে কোনও অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে
8 / 8
কড লিভার অয়েলে থাকা ভিটামিন-এ, ভিটামিন-ডি ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ত্বককে ঠান্ডা এবং স্মুথ রাখতে সাহায্য করে। ফলে চুলকানি, ব়্যাশ-সহ ত্বকের অনেক সমস্যা কমাতে কার্যকরী কড লিভার অয়েল