Colorectal cancer: প্রতিদিনের ব্রেকফাস্টে সাদা পাউরুটি খান? অজান্তেই মারণরোগ ডেকে আনছেন না তো!
Colon Cancer: মলাশয় বা মলনালীর অনিয়ন্ত্রিত কোষ বৃদ্ধির ফলেই কোলন ক্যানসার হয়। এটি অন্ত্রের ক্যানসার নামেও পরিচিত। কোষ্ঠকাঠিন্য, পায়খানার সঙ্গে রক্ত পড়া, ক্ষিদে কমে যাওয়া, ক্রমাগত ওজন হ্রাস এবং বমি-বমি ভাব কোলন ক্যানসারের প্রাথমিক লক্ষণ। কোলন ক্যানসার ঠেকাতে খাদ্যাভ্যাসের বিষয়ে সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।