Fatty Liver: সদ্য ফ্যাটি লিভার ধরা পড়েছে? এই ৫ পানীয়তে চুমুক দিলে চর্বি গলবে ৭ দিনে
Drinks for Liver: ফ্যাটি লিভার আজকাল কমবয়সিদের মধ্যে খুব কমন। বাইরের খাবারের প্রতি আসক্তি, অত্যধিক পরিমাণে ভাজাভুজি, ফ্যাটযুক্ত খাবারই বাড়িয়ে তোলে ফ্যাটি লিভারের সম্ভাবনা। ফ্যাটি লিভারের ঝুঁকি এড়াতে গেলে ডিটক্সিফিকেশন জরুরি। পানীয়ের সাহায্যে আপনি ফ্যাটি লিভারের ঝুঁকি এড়াতে পারেন।