Guava Leaves Benefits: সুগার থেকে কোলেস্টেরল—কচি পেয়ারা পাতা চিবোলেই মিলবে এই ৬ উপকারিতা
Health Benefits: ফলের মতোই পুষ্টিতে ভরপুর পেয়ারার পাতা। ছোটবেলায় মা-ঠাকুমারা বলতেন পেয়ারা পাতা চিবোতে। এতে নাকি মুখের ভিতরের সমস্যা দূর হয়ে যায়। সত্যি কি তাই? চলুন জেনে নেওয়া যাক পেয়ারা পাতা চিবোলে কী-কী উপকারিতা পাওয়া যায়।