Guava Leaf Benefits: রোজ সকালে চিবিয়ে খান এই পাতা, দাঁত-মাড়ির সমস্যা থেকে ডায়াবেটিসের মুক্তি
Sukla Bhattacharjee |
Jun 17, 2024 | 2:49 PM
Guava Leaves: পেয়ারার উপকারিতার কথা তো সকলেই জানেন। এক গ্লাস দুধের সমতুল্য পুষ্টি রয়েছে একটি বড় পেয়ারায়। এমনই বিশ্বাস প্রচলিত রয়েছে। তবে কেবল পেয়ারা নয়, পেয়ারা পাতাতেও রয়েছে বহু পুষ্টিগুণ। ভিটামিন-এ, ভিটামিন-সি, পটাসিয়াম-সহ বহু পুষ্টিগুণ রয়েছে পেয়ারা পাতায়।
1 / 8
দাঁত-মাড়িতে ব্যথা, মাড়ি থেকে রক্তপাতের সমস্যায় ভুগছেন? পায়খানাও পরিষ্কার হয় না? বারবার টয়লেটে যেতে হয়? এই সব সমস্যা থেকে প্রাকৃতিক উপায়েই রেহাই পেতে পারেন
2 / 8
পেয়ারার উপকারিতার কথা তো সকলেই জানেন। এক গ্লাস দুধের সমতুল্য পুষ্টি রয়েছে একটি বড় পেয়ারায়। এমনই বিশ্বাস প্রচলিত রয়েছে। তবে কেবল পেয়ারা নয়, পেয়ারা পাতাতেও রয়েছে বহু পুষ্টিগুণ
3 / 8
ভিটামিন-এ, ভিটামিন-সি, পটাসিয়াম-সহ বহু পুষ্টিগুণ রয়েছে পেয়ারা পাতায়। ফলে পেয়ারার পাশাপাশি পেয়ারা পাতা খেলেও অনেক উপকার পাওয়া যায়। অনেক স্বাস্থ্য সমস্যায় কাজ দেয় এটা
4 / 8
পেয়ারা পাতা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। তাই ডায়াবেটিস রোগীদের জন্য পেয়ারা পাতা উপকারী বলে মনে করা হয়
5 / 8
বৃষ্টিতে ভিজে সর্দি বা অল্পেই ঠান্ডা লেগে যাওয়ার সমস্যায় অনেকেই ভোগেন। এর জন্য অতিরিক্ত ওষুধ খাওয়া ঠিক হবে না। কেবল রাতে করতে হবে একটি কাজ, তাহলেই সর্দি-কাশি থাকবে দূরে
6 / 8
পেটের সমস্যাও ভিটামিন-বি১২ -এর ঘাটতির অন্যতম কারণ। এই ভিটামিনের অভাবে কোষ্ঠকাঠিন্য থেকে গ্যাস, বদহজমের মতো সমস্যা হতে পারে। এই সমস্যাগুলি হলে অবহেলা করবেন না
7 / 8
দাঁত ও মাড়ির সমস্যা, মাড়িতে ব্যথা, মাড়ি থেকে রক্তপাত, মুখের দুর্গন্ধ, এমনকি পাইরিয়ার সমস্যা দূর করতেও খুব উপকারী পেয়ারা পাতা
8 / 8
প্রতিদিন সকালে পেয়ারা পাতা ভাল করে ধুয়ে চিবিয়ে খেতে পারেন। চা বা জলের সঙ্গে পেয়ারা পাতা ফুটিয়ে সেই চা ও জল ছেঁকে খেতে পারেন। পেয়ারা পাতা ফোটানো জল দিয়ে গারগিল করলেও দাঁত-মাড়ির সমস্যায় উপকার পাবেন