শীত মানেই চুলের বারোটা বাজে। খুশকিতে ভরে সাধের চুল। সেই সঙ্গেই বাড়ে চুল পড়ার সমস্যাও। এ ছাড়া অন্যান্য সমস্যা তো রয়েছেই। (ছবি:Pinterest)
তাই শীতে প্রয়োজন বাড়তি যত্ন। কিন্তু চুলের যত্ন মানেই বাজারচলতি দামি পন্য ব্যবহার করা নয়। বাড়িতেও আপনি চাইলেই বানিয়ে নিতে পারেন হেয়ারপ্যাক। (ছবি:Pinterest)
এই ধরনের হেয়ারপ্যাকে কোনও কেমিক্যাল না থাকার দরুণ চুলের কোনও ক্ষতিই হয় না। এ বার জেনে নিন কী করে বানাবেন। (ছবি:Pinterest)
পেঁয়াজ চুলের জন্য খুবই ভালো। পেঁয়াজের রস চুলের গোড়া মুজবুত করে চুল পড়া আটকায়। কিন্তু কীভাবে ব্যবহার করলে কাজ হবে? (ছবি:Pinterest)
বাজারে ছোট মাপের এক ধরনের পেঁয়াজ কিনতে পাওয়া যায়। এই ধরনের পেঁয়াজ কিনে আনুন। তারপর ভাল করে ধুয়ে থেঁতো করে রসটা বের করে নিন। (ছবি:Pinterest)
এ বার ওই রসের সঙ্গে ক্যাস্টর অয়েল মেশান। মিশ্রণটি ভালো করে গুলিয়ে পুরো চুলে লাগিয়ে নিন। ৩০ মিনিট রেখে ধুয়ে ফেললেই কাজ শেষ। (ছবি:Pinterest)
এ ছাড়া অ্যালোভেরা ও ভিটামিন ই ক্যাপসুল একসঙ্গে মিশিয়ে মাখলেও ফল পাবেন। একটি পাত্রে অ্যালোভেরার নির্যাস নিয়ে নিন। (ছবি:Pinterest)
তাতে এক থেকে দুটি ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস যোগ করুন। ভাল করে মিশিয়ে চুলে লাগিয়ে নিন। মাসে অন্তত ৪ বার ব্যবহার করে দেখুন কাজ হবে। (ছবি:Pinterest)