
ওজন বেশি থাকলে শরীরে নানা সমস্যা দেখা দেয়। ওবেসিটির হাত ধরে শরীরে রক্তচাপ, কোলেস্টেরল, ডায়াবেটিসের মতো নানা সমস্যা দেখা দেয়। তাই মেদ না ঝরালে আপনারই ক্ষতি।

ওজন কমানোর জন্য বাইরের খাবার খাওয়া সবার আগে বন্ধ করুন। তার বদলে শাকসবজি, ফল, দানাশস্য খান। বাড়ির তৈরি খাবার খান। আর তার সঙ্গে চুমুক দিন গ্রিন টি-তে।

প্রতিদিন যোগব্যায়াম করার পাশাপাশি গ্রিন টি খেলে ওজন কমানো সহজ হয়। তার উপর দিনের শুরুতে যদি গ্রিন টি খান, বেশি উপকার পাওয়া যায়।

এক কাপ গ্রিন টিয়ের মধ্যে ২৪-৪০ মিলিগ্রাম ক্যাফেইন রয়েছে। এই উপাদান মেদ পোড়ানোর প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। চটজলদি ওজন কমাতে গ্রিন টিয়ের উপর ভরসা রাখুন।

গ্রিন টিয়ের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা মেটাবলিজম বাড়াতে সাহায্য করে। আর বিপাক হার বাড়লে ওজন কমানো আরও সহজ হয়। সুতরাং, গ্রিন টি আপনার সুপার ড্রিংক হয়ে উঠতে পারে।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে অনেকেই আলু, মিষ্টি-সহ অনেক খাবার খাওয়া ছেড়ে দেন। বদলে নানা তেতো সবজি, ওষুধ খান। তবে এই ভেষজ চা খেলেই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব

সুগারের রোগীরাও গ্রিন টি খেতে পারেন। এতে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে। ডায়াবেটিসে রোগীদের মধ্যে ওজন বেড়ে যাওয়ার যে প্রবণতা সেটাও এড়াতে পারবেন গ্রিন টি খেয়ে।

অনেকেরই পছন্দ গ্রিন টি। এটি কেবল দেহের ওজন কমাতে বা বিপাকক্রিয়া উন্নত করে না, ডায়াবেটিসও নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে উপস্থিত ক্যাটেচিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে