Urine Issue: বার বার প্রস্রাব পায়? ডায়াবেটিস ছাড়াও হতে পারে এই সব জটিল রোগের লক্ষণ
Urine Issue: স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের দিনে ৩ থেকে ৩.৫ লিটার জল খাওয়া উচিত। প্রতি চার ঘণ্টায় প্রস্রাব করা স্বাভাবিক। তবে বিশেষ ক্ষেত্রে দিনে ৫-৬ বার প্রস্রাব স্বাভাবিক বলে ধরা হয়।
1 / 8
শরীরে কোন রোগ বাসা বেঁধেছে তা জানতে গেলে প্রস্রাবের পরীক্ষা করতে হয় অনেক সময়। বিশেষ করে তা যদি কিডনির অসুখ হয় তা হলে তো এই পরীক্ষার গুরুত্ব আরও বেশি।
2 / 8
প্রস্রাবের রং শুধু নয়, দিনে কতবার আপনি প্রস্রাব করছেন তাও খুবই গুরুত্বপূর্ণ। প্রস্রাব না হওয়া যেমন ভাল নয়, তেমন বার বার প্রস্রাব করাও কিন্তু বড়সড় রোগের লক্ষণ হতে পারে!
3 / 8
স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ মানুষের দিনে ৩ থেকে ৩.৫ লিটার জল খাওয়া উচিত। প্রতি চার ঘণ্টায় প্রস্রাব করা স্বাভাবিক। তবে বিশেষ ক্ষেত্রে দিনে ৫-৬ বার প্রস্রাব স্বাভাবিক বলে ধরা হয়।
4 / 8
তবে দিনে ৮-১০ বার প্রস্রাব করা মোটেই ভাল লক্ষণ নয়। বারবার প্রস্রাব করা ডায়াবেটিসের লক্ষণ, রক্তে শর্করা বেড়ে গেলে বার বার প্রস্রাব পায়৷
5 / 8
কিডনির উপরে চাপ পড়ে শরীর থেকে শর্করা বের করতে ফলে দিনে বেশি বার প্রস্রাব করতে হয়।
6 / 8
শরীরে ব্লাডসুগারের সমস্যা আছে কি না তা জানতে হলে ডায়াবেটিস পরীক্ষা করা খুব জরুরি। তবে বারবার প্রস্রাব করার প্রবণতা কিডনির সমস্যার ইঙ্গিত হতে পারে৷
7 / 8
ইউটিআই অর্থাৎ ইউনিটারি ট্র্যাক্ট ইনফেকশন হলে বারে বারে প্রস্রাবের প্রবণতা দেখা যায় ৷ সঙ্গে পেটের নীচে জ্বালা হয়৷
8 / 8
বারেবারে প্রস্রাব পাওয়ার প্রবণতার কারণে ব্লাডার সংক্রান্ত সমস্যা হতে পারে৷ তবেই বুঝতে প্রস্রাবের সমস্যা হচ্ছে ৷ আবার ঘন ঘন প্রস্রাব কিডনির জটিল রোগের লক্ষণ হতে পারে।