Kanji drink: এক চুমুকেই ম্যাজিক! ত্বকের সমস্যার মুশকিল আসান এই দেশীয় পানীয়ে
আপনার ত্বক কী শুকিয়ে যাচ্ছে? দিনে দিনে হাজার সমস্যা ঘিরে ধরেছে ত্বককে? সেই সব সমস্যা থেকে মুক্তি মিলবে এই এক পানীয়ে। একটি পানীয় আপনাকে মুক্তি দেবে ত্বকের সমস্ত সমস্যা থেকে।
1 / 8
আপনার ত্বক কী শুকিয়ে যাচ্ছে? দিনে দিনে হাজার সমস্যা ঘিরে ধরেছে ত্বককে। সেই সব সমস্যা থেকে মুক্তি মিলবে এই এক পানীয়ে। একটি পানীয় আপনাকে মুক্তি দেবে ত্বকের সমস্ত সমস্যা থেকে।
2 / 8
কাঞ্জি (Kanji) পানীয় আপনাকে ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্ত করার ক্ষমতা রাখে। এই পানীয় ইন্ডিয়ান কমবুচা নামেও পরিচিত।
3 / 8
গাজর, সর্ষের বীজ, জল এবং বিভিন্ন রকম মশলা দিয়ে আপনি তৈরি করতে পারেন কাঞ্জি পানীয়। সম্পূর্ণ দেশীয় ভাবে ঘরেই তা বানাতে পারবেন।
4 / 8
গাজর থেকে তৈরি বলে এই পানীয়ে থাকে প্রচুর বিটা ক্যারোটিন । সর্ষের জন্য ফিনোলিক যৌগও থাকে ওই পানীয়ে।
5 / 8
গাজর থেকে তৈরি বলে এই পানীয় কোলাজেন সংশ্লেষে সাহায্য করে। স্কিনের অক্সিডেটিভ স্ট্রেসও কম করে। ত্বককে টানটান রাখতে সাহায্য করে।
6 / 8
কাঞ্জি পানীয়ে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, ই। পটাশিয়ামও থাকে পর্যাপ্ত পরিমাণে। তাই এই পানীয় নিয়মিত খেলে ত্বকের ঔজ্জ্বল্য বাড়ে।
7 / 8
এই পানীয় ব্রণ, ফুসকুড়ির সমস্যাকেও দূরে রাখে। নিয়মিত এই পানীয় সেবন করলে ব্রন, ফুসকুড়ি, ফোঁড়ার মতো সমস্যা কম থাকে। যার জেরে ত্বক থাকে সুস্থ। ত্বকে কোনও কারণে প্রদাহ হলে তার নিরাময়ে সহায়তা করে।
8 / 8
ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে এই পানীয়। ত্বককে হাইড্রেট রাখায় পিএইচ মাত্রা বজায় থাকে। এর জেরে শুষ্ক ত্বক থেকে উদ্ভূত সমস্যা দূরে থাকে।