Kanthal Beej: ফেলে দেবেন না! এই ফলের বীজের অসীম ক্ষমতা
Health Benefits: শুধু ফল নয়। কাঁঠালের বীজও খুবই উপকারী। তাই কাঁঠাল খেয়ে বীজ ফেলে দেবেন না। বরং তা রান্না করে খান। এই কাজ করলে শরীরের কী কী উপকার হবে জেনে নিন।
1 / 8
গরমের সময় ফলের রমরমা। এর মধ্য অন্যতম হল কাঁঠাল। এটি এমন একটি ফল যা কাঁচা এবং পাকা দুই অবস্থাতেই খাওয়া হয়।
2 / 8
কিন্তু শুধু ফল নয়। কাঁঠালের বীজও খুবই উপকারী। তাই কাঁঠাল খেয়ে বীজ ফেলে দেবেন না। বরং তা রান্না করে খান। এই কাজ করলে শরীরের কী কী উপকার হবে জেনে নিন।
3 / 8
গরমের সময় কাঁঠালের বীজ খেলে বর্ষাকালে বিভিন্ন সংক্রমণের হাত থেকে রক্ষা পাবেন। কারণ কাঁঠালের বীজ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে সংক্রমণ রোধে সাহায্য করে।
4 / 8
কাঁঠালের বীজে রয়েছে প্রচুর ফাইবার। তা হজমশক্তি ভালো করে। সেই সঙ্গে শরীরের বিপাক হারও বৃদ্ধি করে।
5 / 8
ভিটামিন এ প্রচুর পরিমাণে রয়েছে কাঁঠালের বীজে। তাই দৃষ্টিশক্তি ভালো রাখতে এই ফলের বীজ উপকারী।
6 / 8
কাঁঠালের বীজে উচ্চমানের প্রোটিন রয়েছে। আবার কোলেস্টেরল নেই। তাই যাঁরা শরীরচর্চা করেন, তাঁরা রোজ খান কাঁঠালের বীজ।
7 / 8
কাঁঠালের বীজ আয়রন সমৃদ্ধ। রক্তে হিমোগ্লোবিন বৃদ্ধিতে তা সাহায্য করে। অ্যানিমিয়ার সমস্যায় যাঁরা ভুগছেন তাঁদের জন্য এই বীজ দারুণ কাজের।
8 / 8
যৌন চিকিৎসায় দীর্ঘকাল ধরেই কাঁঠালের বীজ ব্যবহৃত হচ্ছে। এই বীজ খেলে যৌনসক্ষমতা বাড়ে।