Kidney Problems Symptoms: কিডনিতে সমস্যা হলে পায়ে এই লক্ষণগুলি দেখা যাবে
Sukla Bhattacharjee |
Jul 28, 2024 | 6:03 PM
Kidney Problems Symptoms: অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য কিডনিতে নানারকম সমস্যা হয়। কিডনি ক্ষতিগ্রস্ত হতে শুরু করলে নানারকম উপসর্গ দেখা যায়। প্রথম থেকে সতর্ক না হলে বিপদ হতে পারে। কিডনি ক্ষতিগ্রস্ত হতে শুরু করলে প্রথমেই পায়ে নানা ধরনের লক্ষণ দেখা যায়।
1 / 8
শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ কিডনি। শরীরের বর্জ্য বের করে রক্ত পরিশোধনের মতো কাজ করে শরীর সুস্থ রাখে কিডনি। তাই কিডনি অচল হলে জীবনের ঝুঁকি বেড়ে যায়
2 / 8
অনিয়মিত জীবনযাপন ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাসের জন্য কিডনিতে নানারকম সমস্যা হয়। কিডনি ক্ষতিগ্রস্ত হতে শুরু করলে নানারকম উপসর্গ দেখা যায়। প্রথম থেকে সতর্ক না হলে বিপদ হতে পারে
3 / 8
পায়ে বা হাঁটুতে অসহ্য ব্যথা? সোজা হয়ে বেশিক্ষণ বসে থাকলে মেরুদণ্ডে ব্যথা হয়? অল্পেই অসুস্থ হয়ে পড়েন? এগুলি অবহেলা করবেন না। এটা ভিটামিন-ডি বা ক্যালসিয়ামের ঘাটতির লক্ষণ হতে পারে
4 / 8
কিডনিতে কোনও সমস্যা দেখা দিলে প্রথমে পায়ের গোড়ালির উপর প্রভাব পড়ে। গোড়ালি ফুলতে শুরু করে। এরকম হলে অবহেলা করবেন না। অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন
5 / 8
কিডনিতে কোনও সমস্যা হলে হাঁটাচলা করতেও সমস্যা হয়। পা ফুলতে শুরু করে। ফলে মাটিতে পা রাখা কঠিন হয়ে পড়ে। পায়ে ব্যথাও শুরু হয়
6 / 8
অতিরিক্ত আলু খেলে দেহের ওজন বাড়ার পাশাপাশি হাতে-পায়ে ফোলাভাব আসতে পারে। এরকম সমস্যা হলে আলু এড়িয়ে চলুন। তরকারিতে আলুর পরিমাণ কম দিয়ে সবজির পরিমাণ বেশি দিন
7 / 8
পা ফোলা ছাড়াও কোমরের জয়েন্টে ব্যথা, তলপেটে ব্যথা, বদহজম, প্রস্রাবে সমস্যা, প্রস্রাবে রক্তপাতও কিডনির সমস্যার উপসর্গ হতে পারে। এগুলি হলে ডাক্তার দেখান
8 / 8
কিডনির সমস্যা এড়াতে খাদ্যাভ্যাস ঠিক রাখা জরুরি। অতিরিক্ত জাঙ্ক ফুড, অ্যালকোহল খাওয়া বন্ধ করুন। পরিবর্তে বেশি পরিমাণে জল, ফল ও শাক-সবজি খান। এছাড়া নিয়মিত ব্যায়াম করুন