Kidney stone Home Remedies: কিডনির পাথর সহজেই গলে যাবে, রোজ সকালে এই পাতা চিবোন

Kidney stone Home Remedies: কিডনিতে পাথর হওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে জল কম খাওয়া, অতিরিক্ত প্রোটিন ও ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া, অতিরিক্ত মদ্যপান কিডনিতে পাথর তৈরি হওয়ার অন্যতম কারণ। কিডনিতে পাথর হওয়া ঠেকানোর সেরা উপায় হল, অতিরিক্ত জল পান করা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। কিডনিতে পাথর হলে এবং সেটির আকার ছোট থাকলে ওষুধে গলানো যেতে পারে। এছাড়া কিছু ঘরোয়া টোটকাও রয়েছে।

|

Jul 09, 2024 | 3:49 PM

1 / 8
হার্ট, লিভারের মতো শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল, কিডনি। বর্তমানের অস্বাস্থ্যকর জীবনযাত্রায় কিডনির অসুখের হার বেড়ে গিয়েছে। বিশেষত, কিডনিতে পাথর হওয়ার কথা আকছার শোনা যায়

হার্ট, লিভারের মতো শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হল, কিডনি। বর্তমানের অস্বাস্থ্যকর জীবনযাত্রায় কিডনির অসুখের হার বেড়ে গিয়েছে। বিশেষত, কিডনিতে পাথর হওয়ার কথা আকছার শোনা যায়

2 / 8
পা ফোলা ছাড়াও কোমরের জয়েন্টে ব্যথা, তলপেটে ব্যথা, বদহজম, প্রস্রাবে সমস্যা, প্রস্রাবে রক্তপাতও কিডনির সমস্যার উপসর্গ হতে পারে। এগুলি হলে ডাক্তার দেখান

পা ফোলা ছাড়াও কোমরের জয়েন্টে ব্যথা, তলপেটে ব্যথা, বদহজম, প্রস্রাবে সমস্যা, প্রস্রাবে রক্তপাতও কিডনির সমস্যার উপসর্গ হতে পারে। এগুলি হলে ডাক্তার দেখান

3 / 8
কিডনিতে পাথর হওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে জল কম খাওয়া, অতিরিক্ত প্রোটিন ও ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া, অতিরিক্ত মদ্যপান কিডনিতে পাথর তৈরি হওয়ার অন্যতম কারণ

কিডনিতে পাথর হওয়ার অনেক কারণ রয়েছে। তার মধ্যে জল কম খাওয়া, অতিরিক্ত প্রোটিন ও ক্যালসিয়াম জাতীয় খাবার খাওয়া, অতিরিক্ত মদ্যপান কিডনিতে পাথর তৈরি হওয়ার অন্যতম কারণ

4 / 8
কিডনিতে পাথর হওয়া ঠেকানোর সেরা উপায় হল, অতিরিক্ত জল পান করা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। কিডনিতে পাথর হলে এবং সেটির আকার ছোট থাকলে ওষুধে গলানো যেতে পারে। এছাড়া কিছু ঘরোয়া টোটকাও রয়েছে

কিডনিতে পাথর হওয়া ঠেকানোর সেরা উপায় হল, অতিরিক্ত জল পান করা এবং স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস। কিডনিতে পাথর হলে এবং সেটির আকার ছোট থাকলে ওষুধে গলানো যেতে পারে। এছাড়া কিছু ঘরোয়া টোটকাও রয়েছে

5 / 8
কিডনি থেকে পাথর বের করার অন্যতম ওষুধ হিসাবে বিবেচিত হয় পাথরচাট্টা গাছ। প্রতিদিন সকালে এই গাছের পাতা চিবোন। কয়েকদিনের মধ্যেই এর ফল দেখা যাবে

কিডনি থেকে পাথর বের করার অন্যতম ওষুধ হিসাবে বিবেচিত হয় পাথরচাট্টা গাছ। প্রতিদিন সকালে এই গাছের পাতা চিবোন। কয়েকদিনের মধ্যেই এর ফল দেখা যাবে

6 / 8
পাথরচাট্টা গাছ সাধারণত গ্রামাঞ্চলে দেখা যায়। তবে আপনি বাড়ির টবেও এই গাছ বসাতে পারেন। এছাড়া বর্ষার সময় জলা-জঙ্গল এলাকাতেও পাথরচাট্টা গাছ নিজে থেকেই হয়

পাথরচাট্টা গাছ সাধারণত গ্রামাঞ্চলে দেখা যায়। তবে আপনি বাড়ির টবেও এই গাছ বসাতে পারেন। এছাড়া বর্ষার সময় জলা-জঙ্গল এলাকাতেও পাথরচাট্টা গাছ নিজে থেকেই হয়

7 / 8
বিশেষজ্ঞের মতে, শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে বাতের ব্যথা হয়। তাই শরীরের পিএইচ মাত্রার ভারসাম্য রাখা জরুরি। এর জন্য ক্ষারীয় খাবার ডায়েটে রাখতে হবে

বিশেষজ্ঞের মতে, শরীরে অ্যাসিডের মাত্রা বেড়ে গেলে বাতের ব্যথা হয়। তাই শরীরের পিএইচ মাত্রার ভারসাম্য রাখা জরুরি। এর জন্য ক্ষারীয় খাবার ডায়েটে রাখতে হবে

8 / 8
কিডনি থেকে পাথর অপসারণের অন্যতম উপায় অতিরিক্ত জল পান, পাথরচাট্টা গাছের পাতা হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষত, পাথরের আকার বড় হলে অস্ত্রোপচার ছাড়া অপসারণ সম্ভব নয়

কিডনি থেকে পাথর অপসারণের অন্যতম উপায় অতিরিক্ত জল পান, পাথরচাট্টা গাছের পাতা হলেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। বিশেষত, পাথরের আকার বড় হলে অস্ত্রোপচার ছাড়া অপসারণ সম্ভব নয়