UTI: বারবার ইউরিন ইনফেকশনে ভুগছেন? কোন সমস্যা ডেকে আনছেন জানেন?

Mar 31, 2025 | 11:39 PM

UTI: বারবার মূত্রনালির সংক্রমণ হওয়াটা একদম ভাল কথা নয়। শুধু ওষুধ না খেয়ে, কেন এমনটা হচ্ছে তাও খুঁজে বের করাটা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে বারবার ইনফেকশন হওয়ার পিছনে কতগুলি কারণ থাকতে পারে।

UTI: বারবার ইউরিন ইনফেকশনে ভুগছেন? কোন সমস্যা ডেকে আনছেন জানেন?
৬ মাসে দু'বারের বেশি বা বছরে তিনবারের বেশি ইউরিন ইনফেকশন হলে চিকিৎসা পরিভাষায় তাকে রেকারেন্ট ইনফেকশন বলা হয়। বারবার মূত্রনালির সংক্রমণ হওয়াটা একদম ভাল কথা নয়। শুধু ওষুধ না খেয়ে, কেন এমনটা হচ্ছে তাও খুঁজে বের করাটা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে বারবার ইনফেকশন হওয়ার পিছনে কতগুলি কারণ থাকতে পারে। সেগুলি হল -

Follow Us

Next Article