Lychee Seed: লিচু খেয়ে বীজে কামড় দিচ্ছেন? বিপদকে কাছে ডেকে আনছেন কিন্তু!

Jun 15, 2024 | 5:31 PM

Side Effects of Lychee Seed: লিচু খাওয়ার উপকারিতাও কম নয়। রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি একাধিক উপকারে করে লিচু। খোসা ছাড়িয়ে লিচু খেয়ে তার বীজ আমরা সাধারণত ফেলে দিই। কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে এই বীজ খাওয়া কি ভালো?

1 / 8
গরমকালের অন্যতম সুস্বাদু, রসালো ফল হল লিচু। খোসা ছাড়িয়ে লিচু খেতে অনেকেই পছন্দ করেন।

গরমকালের অন্যতম সুস্বাদু, রসালো ফল হল লিচু। খোসা ছাড়িয়ে লিচু খেতে অনেকেই পছন্দ করেন।

2 / 8
লিচু খাওয়ার উপকারিতাও কম নয়। রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি একাধিক উপকারে করে লিচু।

লিচু খাওয়ার উপকারিতাও কম নয়। রক্তচাপ নিয়ন্ত্রণের পাশাপাশি একাধিক উপকারে করে লিচু।

3 / 8
খোসা ছাড়িয়ে লিচু খেয়ে তার বীজ আমরা সাধারণত ফেলে দিই। কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে এই বীজ খাওয়া কি ভালো?

খোসা ছাড়িয়ে লিচু খেয়ে তার বীজ আমরা সাধারণত ফেলে দিই। কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে এই বীজ খাওয়া কি ভালো?

4 / 8
লিচুর বীজ না খাওয়ার পক্ষেই মত দেন চিকিৎসকরা। কারণ এই বীজে উপকারিতা খুবই নগন্য। কিন্তু ক্ষতি অনেক বেশি।

লিচুর বীজ না খাওয়ার পক্ষেই মত দেন চিকিৎসকরা। কারণ এই বীজে উপকারিতা খুবই নগন্য। কিন্তু ক্ষতি অনেক বেশি।

5 / 8
লিচুর মধ্যে হাইপোগ্লাইসিন এ নামের একটি টক্সিক পদার্থ থাকে। এই পদার্থ রক্তের সুগার লেভেল বা শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমিয়ে দেয়।

লিচুর মধ্যে হাইপোগ্লাইসিন এ নামের একটি টক্সিক পদার্থ থাকে। এই পদার্থ রক্তের সুগার লেভেল বা শর্করার মাত্রা বিপজ্জনকভাবে কমিয়ে দেয়।

6 / 8
ব্রেনের জন্য লিচুর বীজ ক্ষতিকর। এর মধ্যে একধরনের টক্সিন পদার্থ থাকে, যা নিউরোনের ব্যাপক ক্ষতি করতে সক্ষম।

ব্রেনের জন্য লিচুর বীজ ক্ষতিকর। এর মধ্যে একধরনের টক্সিন পদার্থ থাকে, যা নিউরোনের ব্যাপক ক্ষতি করতে সক্ষম।

7 / 8
লিচুর বীজে থাকে মিথিলিন সাইক্লোপ্রোপাইল অ্যালানিন  এবং মিথিলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন। এই দুই উপাদান মস্তিষ্কের কাজ এবং বিপাক হারকে ব্যাহত করে। এর জেরে কোনও ব্যক্তি কোমায় চলে যেতে পারেন।

লিচুর বীজে থাকে মিথিলিন সাইক্লোপ্রোপাইল অ্যালানিন এবং মিথিলিন সাইক্লোপ্রোপাইল গ্লাইসিন। এই দুই উপাদান মস্তিষ্কের কাজ এবং বিপাক হারকে ব্যাহত করে। এর জেরে কোনও ব্যক্তি কোমায় চলে যেতে পারেন।

8 / 8
তাই ভুলেও খাবেন না লিচুর বীজ। এমনকি তা কামড়ে না দেখাও বুদ্ধিমানের কাজ।

তাই ভুলেও খাবেন না লিচুর বীজ। এমনকি তা কামড়ে না দেখাও বুদ্ধিমানের কাজ।

Next Photo Gallery