Potato: আলু ছাড়া সবজি ভাল লাগে না? কাদের আলু খাওয়া উচিত নয় জানুন
Sukla Bhattacharjee |
Jul 29, 2024 | 5:31 PM
Potato Side Effects: আলুতে প্রচুর মাত্রায় ভিটামিন-এ, পটাসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, জিঙ্কের মতো পুষ্টিগুণ রয়েছে। আলুতে ভিটামিন, বিভিন্ন খনিজের মতো একাধিক পুষ্টিগুণ থাকলেও এতে প্রচুর মাত্রায় গ্লুকোজ ও কার্বোহাইড্রেট রয়েছে, যা সকলের স্বাস্থ্যের জন্য উপকারী নয়। কাদের আলু খাওয়া উচিত নয় জানুন।
1 / 8
আলু ছাড়া বাঙালির যেন চলে না। আলু সেদ্ধ, আলু ভাজা থেকে যে কোনও সবজি, এমনকি মাংস, ডিমের পদও আলু ছাড়া কল্পনা করা যায় না। আবার আলু পরোটা, আলু-ডালও সকলের খুব প্রিয়
2 / 8
আলু কিনতে আধার কার্ড।
3 / 8
আলুতে ভিটামিন, বিভিন্ন খনিজের মতো একাধিক পুষ্টিগুণ থাকলেও এতে প্রচুর মাত্রায় গ্লুকোজ ও কার্বোহাইড্রেট রয়েছে, যা সকলের স্বাস্থ্যের জন্য উপকারী নয়। কাদের আলু খাওয়া উচিত নয় জানুন
4 / 8
আলুর গ্লাইসেমিক ইনডেক্স অনেক বেশি। এছাড়া আলুতে উপস্থিত কার্বোহাইড্রেটের ফলে রক্তে শর্করার মাত্রা বাড়তে পারে। তাই ডায়াবেটিসের রোগীদের আলু খাওয়া উচিত নয়
5 / 8
প্রতীকী ছবি।
6 / 8
প্রোটিনের ভাল উৎস হল সয়াবিন। আমেরিকান ইনস্টিটিউট অফ ক্যানসার রিসার্চের মতে, শরীরে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে সয়াবিন। এছাড়া ডায়াবেটিসের রোগীদের জন্যও এটা উপকারী বলে মনে করা হয়
7 / 8
অতিরিক্ত আলু খেলে দেহের ওজন বাড়ার পাশাপাশি হাতে-পায়ে ফোলাভাব আসতে পারে। এরকম সমস্যা হলে আলু এড়িয়ে চলুন। তরকারিতে আলুর পরিমাণ কম দিয়ে সবজির পরিমাণ বেশি দিন
8 / 8
আলু খেলে অনেকের অ্যাসিডিটির সমস্যায় ভোগেন। যদি এরকম হয়, ঘন-ঘন অ্যাসিডিটির সমস্যায় ভোগেন, তাহলে আলুর তরকারি খাওয়া এড়িয়ে চলুন। বিশেষত, আলুর তরকারিতে কম মশলা দিন এবং চিপস, আলু-পরোটার মতো ভাজাভুজি এড়িয়ে চলুন