খাওয়া শুরু না শেষের ২ ঘণ্টা পর? কখন করাবেন PP Sugar Test
PP Sugar Test Timing: পোস্ট প্র্যান্ডিয়াল (পিপি) সুগার টেস্ট কখন করানো উচিত, তা নিয়েও প্রশ্ন রয়েছে অনেকেরই মনে? খাওয়া শুরুর ২ ঘণ্টা পর? না খাওয়া শেষের ২ ঘণ্টা পর? কখন পিপি পরীক্ষা করানো উচিত? রক্ত পরীক্ষা করাতে যাওয়ার আগে জেনে নিন সঠিক তথ্য।
1 / 8
ডায়াবেটিস বা ব্লাড সুগার নিয়ে সাধারণ মানুষের প্রশ্নের শেষ নেই। ব্লাড সুগার মাপার পরীক্ষা নিয়েও অনেকের মনেই থাকে বিস্তর জিজ্ঞাসা।
2 / 8
পোস্ট প্র্যান্ডিয়াল (পিপি) সুগার টেস্ট কখন করানো উচিত, তা নিয়ে প্রশ্ন রয়েছে অনেকেরই মনে।
3 / 8
খাওয়া শুরুর ২ ঘণ্টা পর? না খাওয়া শেষের ২ ঘণ্টা পর? কখন পিপি পরীক্ষা করানো উচিত?
4 / 8
এ নিয়ে এক বিশেষজ্ঞ চিকিৎসক জানাচ্ছেন, পিপি পরীক্ষা যেদিন করাবেন, সে দিন অন্যান্য দিনের মতোই লাইফস্টাইল স্বাভাবিক রাখতে হবে।
5 / 8
প্রতিদিনের মতোই ব্রেকফাস্ট করবেন। তার পর দুপুরে যে সময়ে খাবার খান সেই সময়েই খাবেন।
6 / 8
খাওয়া শুরুর ২ ঘণ্টা পর পিপি পরীক্ষার জন্য রক্ত দেওয়ার কথা জানাচ্ছেন ওই বিশেষজ্ঞ চিকিৎসক।
7 / 8
তবে পিপি পরীক্ষার দিন খাদ্যাভাসে পরিবর্তন না করার কখা জানাচ্ছেন চিকিৎসকরা। অন্য দিন যে রকম খাবার খান, যতটা পরিমাণে খাবার খান, পরীক্ষার দিনও তা খাওয়া উচিত।
8 / 8
আর পাঁচটা দিনের মতো পরীক্ষার দিনেও জীবনযাপন এক রাখলে তবেই পিপি টেস্টের সঠিক রিপোর্ট পাওয়া সম্ভব বলে মত চিকিৎসকদের।