Raisin Health Benefits: প্রতিদিন সকালে ভেজানো কিসমিস খান, এক মাসেই পরিবর্তন দেখতে পাবেন
Sukla Bhattacharjee |
Jun 18, 2024 | 2:56 PM
Raisin Health Benefits: শরীর ফিট রাখতে বিশেষজ্ঞরা প্রতিদিন কিসমিস খাওয়ার পরামর্শ দেন। কোনও খাবারের সঙ্গে হোক বা শুধু মুখে ভেজানো কিসমিস- উভয়ই স্বাস্থ্যের জন্য খুব উপকারী। কিসমিসে ভিটামিন-বি কমপ্লেক্স থেকে আয়রন, তামা ও অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। স্বাভাবিকভাবেই স্বাস্থ্যের জন্য খুব উপকারী এটি।
1 / 8
আয়রনের ঘাটতি মেটাতে দিন শুরু করুন কালো কিসমিস দিয়ে। এছাড়া এটা পেট পরিষ্কার করতে, উচ্চ পিত্ত কমাতে, শরীরে পুষ্টি সরবরাহ করতে এবং মানসিক স্বাস্থ্যের জন্যও খুব উপকারী
2 / 8
শরীর ফিট রাখতে বিশেষজ্ঞরা প্রতিদিন কিসমিস খাওয়ার পরামর্শ দেন। কোনও খাবারের সঙ্গে হোক বা শুধু মুখে ভেজানো কিসমিস- উভয়ই স্বাস্থ্যের জন্য খুব উপকারী
3 / 8
কিসমিসে ভিটামিন-বি কমপ্লেক্স থেকে আয়রন, তামা ও অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। স্বাভাবিকভাবেই স্বাস্থ্যের জন্য খুব উপকারী এটি
4 / 8
কিসমিস গরম প্রকৃতির। তাই এটি ভিজিয়ে খাওয়া স্বাস্থ্যের জন্য বেশি উপকারী। অনেকের মতে, টানা একমাস কিসমিস ভিজিয়ে খেলে দারুণ উপকার পাওয়া যায়
5 / 8
বেশিরভাগ মহিলারই সাধারণ সমস্যা হল, অ্যানিমিয়া। এই সমস্যায় প্রতিদিন সকালে জলে ভেজানো কিসমিস খেলে দারুণ উপকার পাওয়া যায়। হিমোগ্লোবিন সৃষ্টিতে সাহায্য করে কিসমিস
6 / 8
কিসমিসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রতিদিন কিসমিস ভিজিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর হয়
7 / 8
কিসমিসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, যা হাড় মজবুত করতে সাহায্য করে। হাড়ের ব্যথায় ভুগলে বা হাড় মজবুত করতে চাইলে প্রতিদিন ভেজানো কিসমিস খান
8 / 8
কিসমিসে অ্যান্টি-অক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। এছাড়া এতে প্রচুর পটাসিয়ামও পাওয়া যায়, যা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা থেকে শরীরের বিভিন্ন সমস্যায় উপকারী