Health Tips: গরমে রাস্তায় জ্ঞান হারানো ব্যক্তির মুখে জল ঢালা ঠিক না ভুল? বিশেষজ্ঞ বলছেন…

Summer Season Health Tips: গ্রীষ্মকালের সাধারণ সমস্যার মধ্যে অন্যতম হিট স্ট্রোক, শরীরে জলের অভাব, অতিরিক্ত তাপমাত্রার ফলে অজ্ঞান হয়ে যাওয়া। যে সময় কোনও ব্যক্তি অজ্ঞান হয়ে যান, অনেকেই আতঙ্কিত হয়ে তাঁকে জল পান করানোর চেষ্টা করেন। ওই অবস্থায় জলপান করা ঠিক না ভুল? কী বলছেন বিশেষজ্ঞরা।

May 03, 2025 | 7:00 PM

1 / 8
গ্রীষ্মকালের সাধারণ সমস্যার মধ্যে অন্যতম হিট স্ট্রোক, শরীরে জলের অভাব, অতিরিক্ত তাপমাত্রার ফলে অজ্ঞান হয়ে যাওয়া। প্রখর দাবদাহ সহ্য করতে না পেরে পথে-ঘাটে অনেকেই গরমে জ্ঞান হারান। (Pic - Getty Image)

গ্রীষ্মকালের সাধারণ সমস্যার মধ্যে অন্যতম হিট স্ট্রোক, শরীরে জলের অভাব, অতিরিক্ত তাপমাত্রার ফলে অজ্ঞান হয়ে যাওয়া। প্রখর দাবদাহ সহ্য করতে না পেরে পথে-ঘাটে অনেকেই গরমে জ্ঞান হারান। (Pic - Getty Image)

2 / 8
যে সময় কোনও ব্যক্তি অজ্ঞান হয়ে যান, অনেকেই আতঙ্কিত হয়ে তাঁকে জল পান করানোর চেষ্টা করেন। ওই অবস্থায় জলপান করা ঠিক না ভুল? কী বলছেন বিশেষজ্ঞরা। (Pic - Canva)

যে সময় কোনও ব্যক্তি অজ্ঞান হয়ে যান, অনেকেই আতঙ্কিত হয়ে তাঁকে জল পান করানোর চেষ্টা করেন। ওই অবস্থায় জলপান করা ঠিক না ভুল? কী বলছেন বিশেষজ্ঞরা। (Pic - Canva)

3 / 8
 দিল্লির আরএমএল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসর সুভাষ গিরি ব্যাখ্যা করেছেন যে, যখন কোনও ব্যক্তি অজ্ঞান হয়ে যায়, তখন তাঁর শরীর কোনওরকম সাড়া দেয় না। (Pic - Canva)

দিল্লির আরএমএল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসর সুভাষ গিরি ব্যাখ্যা করেছেন যে, যখন কোনও ব্যক্তি অজ্ঞান হয়ে যায়, তখন তাঁর শরীর কোনওরকম সাড়া দেয় না। (Pic - Canva)

4 / 8
বিশেষজ্ঞদের মতে, কেউ যদি সম্পূর্ণ অজ্ঞান হয়ে যায়, কোনও কিছুতেই সাড়া না দেয় তা হলে তাঁকে জল দেওয়া বিপজ্জনক হতে পারে। এমনটা করলে জল শ্বাসনালীতে চলে যেতে পারে, দমবন্ধ হওয়ার ঝুঁকিও থাকে। (Pic - Getty Image)

বিশেষজ্ঞদের মতে, কেউ যদি সম্পূর্ণ অজ্ঞান হয়ে যায়, কোনও কিছুতেই সাড়া না দেয় তা হলে তাঁকে জল দেওয়া বিপজ্জনক হতে পারে। এমনটা করলে জল শ্বাসনালীতে চলে যেতে পারে, দমবন্ধ হওয়ার ঝুঁকিও থাকে। (Pic - Getty Image)

5 / 8
ডক্টর সুভাষের মতে, অবিলম্বে অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তিকে কোনও ছায়া বা ঠাণ্ডা জায়গায় নিয়ে যেতে হবে। সম্ভব হলে তাঁর পোশাক আলগা করতে হবে। যাতে বাতাস শরীরে ঠিকভাবে চলাচল করে। (Pic - Getty Image)

ডক্টর সুভাষের মতে, অবিলম্বে অজ্ঞান হয়ে যাওয়া ব্যক্তিকে কোনও ছায়া বা ঠাণ্ডা জায়গায় নিয়ে যেতে হবে। সম্ভব হলে তাঁর পোশাক আলগা করতে হবে। যাতে বাতাস শরীরে ঠিকভাবে চলাচল করে। (Pic - Getty Image)

6 / 8
এরপর যখন সেই ব্যক্তির জ্ঞান ফিরবে, তিনি চোখ খুলে কথা বলতে পারবেন, সেই সময় তাঁকে একটু জল দেওয়া যেতে পারে। (Pic - Canva)

এরপর যখন সেই ব্যক্তির জ্ঞান ফিরবে, তিনি চোখ খুলে কথা বলতে পারবেন, সেই সময় তাঁকে একটু জল দেওয়া যেতে পারে। (Pic - Canva)

7 / 8
জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই ওআরএস সলিউশন বা লেবুজল দেওয়া যেতে পারে। যদি সেই ব্যক্তির দীর্ঘ সময় ধরে জ্ঞান না ফেরে তা হলে অবিলম্বে ডাক্তারের সাহায্য নিতে হবে। (Pic- Getty Image)

জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গেই ওআরএস সলিউশন বা লেবুজল দেওয়া যেতে পারে। যদি সেই ব্যক্তির দীর্ঘ সময় ধরে জ্ঞান না ফেরে তা হলে অবিলম্বে ডাক্তারের সাহায্য নিতে হবে। (Pic- Getty Image)

8 / 8
সম্পূর্ণ অচেতন ব্যক্তিকে জল পান করতে বাধ্য না করাই ভালো। এর ফলে ফুসফুসে জল যেতে পারে। মাথায় ও ঘাড়ে ঠান্ডা জল ঢালা যেতে পারে। তাতে কিছুটা স্বস্তি হয়। তবে সেই সময় জিভে জল ঢালা ঠিক নয়। (Pic - Getty Image)

সম্পূর্ণ অচেতন ব্যক্তিকে জল পান করতে বাধ্য না করাই ভালো। এর ফলে ফুসফুসে জল যেতে পারে। মাথায় ও ঘাড়ে ঠান্ডা জল ঢালা যেতে পারে। তাতে কিছুটা স্বস্তি হয়। তবে সেই সময় জিভে জল ঢালা ঠিক নয়। (Pic - Getty Image)