Fat for Health: ফ্যাট মানেই খারাপ নয়, ফ্যাটের ঘাটতি থাকলে কিন্তু দেখা দিতে পারে এই ৫ সমস্যা
megha |
Jul 25, 2024 | 3:03 PM
Health Tips: বেশিরভাগ মানুষ মনে করেন, ফ্যাটযুক্ত খাবার খেলেই মোটা হয়ে যাব। অনেকের ধারণা, ফ্যাট খেলেই ডায়াবেটিস, ওবেসিটি, হার্টের সমস্যা ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়ে। এই ধারণা কিন্তু অর্ধেক সত্য। এমন বেশ কিছু ফ্যাট রয়েছে, যা স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
1 / 8
বেশিরভাগ মানুষ মনে করেন, ফ্যাটযুক্ত খাবার খেলেই মোটা হয়ে যাব। অনেকের ধারণা, ফ্যাট খেলেই ডায়াবেটিস, ওবেসিটি, হার্টের সমস্যা ও অন্যান্য রোগের ঝুঁকি বাড়ে। এই ধারণা কিন্তু অর্ধেক সত্য।
2 / 8
ফ্যাট মানেই ক্ষতিকারক নয়। আপনি যদি স্যাচুরেটেড ও ট্যান্স ফ্যাট গ্রহণ করেন, তখনই শারীরিক সমস্যা দেখা দেয়। কোলেস্টেরল বাড়ে, কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বাড়ে।
3 / 8
খাবারে মনোঅ্যানস্যাচুরেটেড ও পলিঅ্যানস্যাচুরেটেড ফ্যাটও পাওয়া যায়। ভিটামিন এ, ডি, ই এবং কে ইত্যাদিতে দ্রবণীয় ফ্যাট পাওয়া যায়। এছাড়াও রয়েছে ফ্যাটি অ্যাসিড। এগুলো স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ।
4 / 8
সুস্থ থাকতে গেলে এই স্বাস্থ্যকর ফ্যাটগুলো শরীরে দরকার। যখন দেহে স্বাস্থ্যকর ফ্যাটের ঘাটতি তৈরি হবে, দেহে নানা সমস্যা দেখা দেবে। শরীরকে সুস্থ ও সচল রাখার জন্য কিন্তু ফ্যাটও গুরুত্বপূর্ণ।
5 / 8
দেহে ফ্যাটের ঘাটতি তৈরি হলে ত্বক ও চুলের সমস্যা দেখা দেয়। ত্বকে চুলকানি, র্যাশের সমস্যা বাড়ে। অন্যদিকে, চুল পড়া বাড়ে। চুলের সমস্যা বাড়তে থাকে।
6 / 8
ভিটামিন বি১২, ভিটামিন ডি, সেলেনিমামের মতো পুষ্টিগুলো হরমোন উৎপাদনে সাহায্য করে। দেহে ফ্যাটের ঘাটতি থাকার অর্থ এসব ভিটামিনেরও অভাব রয়েছে শরীরে। অর্থাৎ, ফ্যাটের চাহিদা থাকলে দেহে হরমোনের ভারসাম্য দেখা দেয়। এতে যৌন স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়।
7 / 8
ফ্যাটের ঘাটতির অর্থ ভিটামিন, মিনারেল ও অ্যান্টিঅক্সিডেন্টেরও ঘাটতি রয়েছে শরীরে। আর এর জেরে দেহে ক্লান্তি ও দুর্বলতা দেখা দিতে পারে। ফ্যাট কিন্তু কাজ করার শক্তি জোগাতেও সাহায্য করে।
8 / 8
ফ্যাটের চাহিদা তৈরি হলে ইমিউনিটি সিস্টেমও দুর্বল হয়ে পড়ে। ফ্যাটের ঘাটতি পূরণ করতে বাদাম, বীজ, সবজি, ফল, দানাশস্য, চিকেন, মাছ, ডিম খান। এগুলো দেহে স্বাস্থ্যকর ফ্যাটের পরিমাণ বজায় রাখবে।