Egg Eating Rules: প্রায় দিন ডিমের তরকারি আর ভাত খান? এই নিয়ম না মেনে ডিম খেলেই বিপদ
megha |
Jul 30, 2024 | 10:29 AM
Egg for Health: রোজ ডিম খাওয়াতে কোনও সমস্যা নেই। পুষ্টির ভাণ্ডার ডিম। কিন্তু সবাই চাইলেই যখন-তখন ডিম খেতে পারেন না। ডিম খাওয়ার সময়ও কিছু নিয়ম মেনে চলা উচিত। কেন বলা হচ্ছে এমন কথা? চলুন জেনে নেওয়া যাক।
1 / 8
রোজ ডিম খাওয়াতে কোনও সমস্যা নেই। কিন্তু সবাই চাইলেই যখন-তখন ডিম খেতে পারেন না। কেন বলা হচ্ছে এমন কথা? চলুন জেনে নেওয়া যাক।
2 / 8
ডিমের মধ্যে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, মিনারেল, প্রোটিন, ফ্যাট ও অ্যান্টিঅক্সিডেন্ট সবই রয়েছে। মোদ্দা কথা হল, পুষ্টির ভাণ্ডার ডিম। যে কোনও সুস্থ মানুষ দিনে ২-১টা ডিম খেতে পারেন।
3 / 8
ডিম খাওয়ার সময়ও কিছু নিয়ম মেনে চলা উচিত। একটা ডিমে প্রায় ৬ গ্রাম প্রোটিন পাওয়া যায়। এছাড়া ক্যালশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, পটাশিয়াম, ফোলেট, থায়ামিনের মতো একাধিক উপাদান থাকে, যা স্বাস্থ্যের জন্য উপকারী।
4 / 8
যে কোনও বয়সের সুস্থ মানুষ রোজ একটা করে ডিম খেতে পারেন। কিন্তু অতিরিক্ত পরিমাণে ডিম স্বাস্থ্যের জন্য ভালও নয়। আর ওমলেট বানিয়ে খাওয়ার থেকে ডিম সেদ্ধ খাওয়াই ভাল।
5 / 8
বয়স বৃদ্ধির সঙ্গে খাওয়া-দাওয়া নিয়ে সচেতন থাকা জরুরি। ৬০ পেরোলে সপ্তাহে ৫-৬টার বেশি ডিম না খাওয়াই ভাল। এতে হৃদরোগের ঝুঁকি বৃদ্ধি পায়। এমনকি কোলেস্টেরল বেড়ে যেতে পারে।
6 / 8
যাঁরা দিনে ২-৩টে করে ডিম খান, তাঁরা ডিমের কুসুমটা এড়িয়ে চলুন। ডিমের হলুদ অংশ বেশি খেলে দেহে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়ে। এখান থেকে হৃদরোগের ঝুঁকি তৈরি হয়।
7 / 8
কোনও শারীরিক সমস্যা না থাকলে আপনি রোজই ডিম খেতে পারেন। একটা করে ডিম সেদ্ধ খেলে একাধিক রোগের হাত থেকে সুরক্ষিত থাকবেন। তবে, শরীর বুঝে খাবার খাওয়াই ভাল।
8 / 8
যাঁরা নিয়মিত শরীরচর্চা করছেন, তাঁরা একটার বেশি ডিম খেতে পারেন। প্রয়োজনে কুসুম খাবেন না। এতে দেহে প্রোটিনের ঘাটতি তৈরি হবে না। পাশাপাশি পেশি, চোখ, চুল, ত্বক ভাল থাকবে।