Contact Lenses: কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন? ৬ নিয়ম না মানলেই কিন্তু বিপদ
অনেকে আবার নানা রঙের কন্ট্যাক্ট লেন্স পরেন। কেউ নীল, কেউ কালো কেউ বা সাদা লেন্স পরেন। তবে যে ধরনের লেন্স পরুন না কেন অবশ্যই মাথায় রাখুন কয়েকটি বিষয়। না হলে কিন্তু হতে পারে বড়সড় বিপদ।
1 / 8
সব সময় চশমা পরতে ভালবাসেন না অনেকেই। তায় আবার সব ফ্যাশানের সঙ্গেও উপযুক্ত নয় চশমা। তাই অনেকেই কেতাদুরস্ত কন্ট্যাক্ট লেন্স বেছে নেন বিকল্প হিসাবে।
2 / 8
দেখতেও সুন্দর লাগে আবার, চশমার কাজও পূরণ হয়। অনেকে আবার নানা রঙের কন্ট্যাক্ট লেন্স পরেন। কেউ নীল, কেউ কালো কেউ বা সাদা লেন্স পরেন। তবে যে ধরনের লেন্স পরুন না কেন অবশ্যই মাথায় রাখুন কয়েকটি বিষয়। না হলে কিন্তু হতে পারে বড়সড় বিপদ।
3 / 8
কন্ট্যাক্ট লেন্স পরার সময় কিছু নিয়ম না মানলে ইনফেকশনের আশঙ্কা থাকে। এমনকি চোখের দৃষ্টি চলে যেতে পারে। তাই লেন্স ব্যবহারের সময় হাইজিন মেনে চলুন। হাত ধুয়ে শুকিয়ে নেবেন। প্রত্যেক বার লেন্স ব্যবহার করে নির্দিষ্ট সলিউশন দিয়ে পরিষ্কার করুন।
4 / 8
ভুলেও এক্সপায়ার হয়ে যাওয়া লেন্স ব্যবহার করবেন না। লেন্স ব্যবহারের একটি নির্দিষ্ট সময়সীমা থাকে। সেটি পেরিয়ে যাওয়ার পরেও লেন্স ব্যবহার করলে ক্ষতি হতে পারে।
5 / 8
ঘুমোনোর আগে মনে করে লেন্স খুলে নিন। লেন্স পরে ঘুমোলে ইনফেকশনের ঝুঁকি আরও বাড়বে। এমনকি কর্নিয়াল ড্যামেজ হতে পারে।
6 / 8
লেন্স বেছে নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আপনার চোখের জন্য কোন লেন্স ঠিক তা তিনি বলতে পারবেন। ভুল লেন্স ব্যবহার করলে চোখে ইরিটেশন হতে পারে।
7 / 8
হঠাৎ যদি লেন্স পরে থাকা অবস্থায় দেখতে কোনরকম অসুবিধা হয় তা হলে তখনই লেন্স খুলে ফেলুন। তাতে কোনও সমস্যা হলেও তা বেড়ে যাওয়ার আশঙ্কা কমবে। রোজ লেন্স ব্যবহার না করে মাঝে মাঝে চশমা পরুন। তাতে চোখের বিশ্রাম হবে।
8 / 8
কন্টামিনেশন এড়াতে প্রতি তিন মাস অন্তর লেন্স পরিবর্তন করা ভাল। ভুলেও কিন্তু জল দিয়ে লেন্স ধোবেন না। তাতে লেন্স নষ্ট হয়ে যেতে পারে।