Ulcer Symptoms: পেটের এই সমস্যাগুলি আলসারের লক্ষণ, হতে পারে ক্যনসারের কারণ
Sukla Bhattacharjee |
Jun 15, 2024 | 2:34 PM
Ulcer Symptoms: অতিরিক্ত ফাস্টফুড এবং ঝাল খাবার খেলে পেটে আলসারের সমস্যা হয়। এটা আদতে পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রের উপর সৃষ্ট হওয়া ক্ষত। এটা হলে নানা উপসর্গ দেখা দেয়। সময়মতো এই ক্ষত নিরাময় না করলে স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি হতে পারে, ক্যানসার হওয়ার আশঙ্কাও থাকে।
1 / 8
বর্তমানের ফার্স্ট জীবনে আমাদের ফার্স্টফুডের প্রতি আসক্তি বেড়েছে। যার সবচেয়ে বেশি প্রভাব পড়ে পেটের স্বাস্থ্যের উপর। গ্যাসট্রিক, আলসার থেকে নানা রোগ বাসা বাঁধে পেটে
2 / 8
অতিরিক্ত ফাস্টফুড এবং ঝাল খাবার খেলে পেটে আলসারের সমস্যা হয়। এটা আদতে পাকস্থলী বা ক্ষুদ্রান্ত্রের উপর সৃষ্ট হওয়া ক্ষত। এটা হলে নানা উপসর্গ দেখা দেয়। সময়মতো এই ক্ষত নিরাময় না করলে স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি হতে পারে, ক্যানসার হওয়ার আশঙ্কাও থাকে
3 / 8
দুধে ভিটামিন-সি, ডি, প্রোটিন ও ফ্যাট রয়েছে, যা গ্যাস হওয়ার ঝুঁকি বাড়ে। ফলে দুধের সঙ্গে তরমুজ মিশিয়ে খেলে পেট ফাঁপা, বদহজমের সমস্যা বাড়ে
4 / 8
হজমের সমস্যা থাকলে ভুলেও কাঁঠাল খাবেন না। কাঁঠালে এমন কিছু উপাদান রয়েছে, যা হজম করা কষ্টকর। ফলে কাঁঠাল বমি, পেট ব্যথা ও বদহজমের কারণ হতে পারে
5 / 8
কিসমিসে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা হজমক্ষমতা বাড়াতে সাহায্য করে। প্রতিদিন কিসমিস ভিজিয়ে খেলে কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর হয়
6 / 8
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পেটের আলসার গুরুতর পর্যায়ে পৌঁছলে পায়খানার সঙ্গে রক্ত পড়ে, মেডিক্যাল ভাষায় যাকে বলে কোলাইটিস। এটার চিকিৎসা করা না হলে ক্যানসার হতে পারে
7 / 8
পেট সংক্রান্ত সমস্যা হলে ক্ষিধে হবে না, এটা সাধারণ ব্যাপার। অল্প খেলেই পেট ভার হয়ে যাওয়া, ক্ষিধে না হওয়া দীর্ঘদিন ধরে চললে চিকিৎসকের পরামর্শ নিন। ক্ষুধা হ্রাস ক্যানসারের অন্যতম লক্ষণ
8 / 8
যাঁরা দেহের ওজন কমানোর চেষ্টা করছেন, তাঁরা রোজ সকালে এলাচি আর মিছরির গুঁড়ো খান। এটা দেহের ওজন কমাতে সাহায্য করে