Urinal Infection: এই ঘরোয়া ওষুধেই প্রস্রাবের সময় জ্বালা-যন্ত্রণা কমতে পারে

Coriander seed water: প্রস্রাব করার সময় জ্বালা বা যন্ত্রণা হলে অনেকেই লজ্জায় ঘটনাটি কাউকে বলতে পারেন না। চিকিৎসকের কাছেও সহজে যেতে চান না। তবে প্রাথমিকভাবে ঘরোয়া উপায়েই প্রস্রাবের সময় জ্বালা বা যন্ত্রণা দূর করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, মূত্রনালীর সংক্রমণে ধনে বীজের জল সুপারহিরো।

|

Feb 18, 2024 | 9:01 AM

1 / 8
প্রস্রাব করার সময় জ্বালা হয়? অনেকের আবার প্রস্রাব করার সময় ইউটেরাস বা পেনিসে হালকা যন্ত্রণাও হয়। প্রথমদিকে অনেকেই এই সমস্যাকে গুরুত্ব দেন না। কিন্তু প্রথমেই গুরুত্ব না দিলে এটা গুরুতর সমস্যা হয়ে উঠতে পারে

প্রস্রাব করার সময় জ্বালা হয়? অনেকের আবার প্রস্রাব করার সময় ইউটেরাস বা পেনিসে হালকা যন্ত্রণাও হয়। প্রথমদিকে অনেকেই এই সমস্যাকে গুরুত্ব দেন না। কিন্তু প্রথমেই গুরুত্ব না দিলে এটা গুরুতর সমস্যা হয়ে উঠতে পারে

2 / 8
প্রস্রাব করার সময় জ্বালা বা যন্ত্রণা হলে অনেকেই লজ্জায় ঘটনাটি কাউকে বলতে পারেন না। চিকিৎসকের কাছেও সহজে যেতে চান না। তবে প্রাথমিকভাবে ঘরোয়া উপায়েই প্রস্রাবের সময় জ্বালা বা যন্ত্রণা দূর করা সম্ভব

প্রস্রাব করার সময় জ্বালা বা যন্ত্রণা হলে অনেকেই লজ্জায় ঘটনাটি কাউকে বলতে পারেন না। চিকিৎসকের কাছেও সহজে যেতে চান না। তবে প্রাথমিকভাবে ঘরোয়া উপায়েই প্রস্রাবের সময় জ্বালা বা যন্ত্রণা দূর করা সম্ভব

3 / 8
মূলত, মূত্রনালীতে সংক্রমণের কারণে প্রস্রাবের সময় জ্বালা, যন্ত্রণা হয়। এই সংক্রমণ কাটাতে ঘরোয়া অব্যর্থ ওষুধ হিসাবে কাজ করে ধনে বীজ ও ধনে বীজের জল। বিশেষজ্ঞদের মতে, মূত্রনালীর সংক্রমণে ধনে বীজের জল 'সুপার হিরো'

মূলত, মূত্রনালীতে সংক্রমণের কারণে প্রস্রাবের সময় জ্বালা, যন্ত্রণা হয়। এই সংক্রমণ কাটাতে ঘরোয়া অব্যর্থ ওষুধ হিসাবে কাজ করে ধনে বীজ ও ধনে বীজের জল। বিশেষজ্ঞদের মতে, মূত্রনালীর সংক্রমণে ধনে বীজের জল 'সুপার হিরো'

4 / 8
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রস্রাবের সময় জ্বালা, যন্ত্রণা দূর করতে নিয়মিত কয়েকদিন ধনে ভেজানো জল খান। দেড় কাপ জলে ১ টেবিল চামচ ধনে বীজ দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে সেটা খেয়ে নিন

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রস্রাবের সময় জ্বালা, যন্ত্রণা দূর করতে নিয়মিত কয়েকদিন ধনে ভেজানো জল খান। দেড় কাপ জলে ১ টেবিল চামচ ধনে বীজ দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। পরদিন সকালে সেটা খেয়ে নিন

5 / 8
ধনে বীজে অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাই মূত্রনালির সংক্রমণ কমাতে ধনে বীজের জল খুব কার্যকরী। নিয়মিত এটা খেলে প্রস্রাবের সময় জ্বালা, যন্ত্রণার সমস্যা কমবে

ধনে বীজে অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে। তাই মূত্রনালির সংক্রমণ কমাতে ধনে বীজের জল খুব কার্যকরী। নিয়মিত এটা খেলে প্রস্রাবের সময় জ্বালা, যন্ত্রণার সমস্যা কমবে

6 / 8
ধনে বীজে  অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা আর্থাইটিসের সমস্যা থেকে মুক্তি দেয়। এছাড়া নিয়মিত ধনে বীজের জল খেলে হজমের সমস্যা কমে

ধনে বীজে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য রয়েছে, যা আর্থাইটিসের সমস্যা থেকে মুক্তি দেয়। এছাড়া নিয়মিত ধনে বীজের জল খেলে হজমের সমস্যা কমে

7 / 8
মূত্রনালীর সংক্রমণ কমানোর পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক ধনে বীজের জল। তাই ডায়াবেটিসের রোগীরও রোজ সকালে ধনে বীজের জল খেতে পারেন

মূত্রনালীর সংক্রমণ কমানোর পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতেও সহায়ক ধনে বীজের জল। তাই ডায়াবেটিসের রোগীরও রোজ সকালে ধনে বীজের জল খেতে পারেন

8 / 8
প্রতিদিন সকালে ধনে বীজের জল খেলে মেটাবলিজম বাড়ে। ফলে এটি ডিটক্স জল হিসাবে খেতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে ধনে বীজের জল খেলে ওজন কমে

প্রতিদিন সকালে ধনে বীজের জল খেলে মেটাবলিজম বাড়ে। ফলে এটি ডিটক্স জল হিসাবে খেতে পারেন। প্রতিদিন সকালে খালি পেটে ধনে বীজের জল খেলে ওজন কমে