
তীব্র তাপপ্রবাহে সকলের নাজেহাল অবস্থা। একইসঙ্গে এই সময় নানা রোগ-জ্বালাও বাড়তে থাকে। গরম কালে একটি অন্যতম বড় সমস্যা ইউটিআই সংক্রমণ বা প্রস্রাবের সংক্রমণ। (Pic Credit - Getty Images)

অনেকে মনে করেন প্রস্রাবের সমস্যা শুধু মহিলাদেরই হয়। তা ঠিক নয়। পুরুষ ও মহিলা উভয়েরই এই রোগ হতে পারে। এমনটা হলে প্রস্রাবের সময় তীব্র জ্বালা হয়। অসহ্য ব্যথা অনুভব হয়। (Pic Credit - Getty Images)

প্রস্রাবের সংক্রমণ এড়াতে আগাম কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যার মধ্যে প্রথমেই আসে পর্যাপ্ত পরিমাণে জল পান। ইউটিআই সংক্রমণ রোধ করার জন্য পর্যাপ্ত জল পান প্রয়োজন। (Pic Credit - Getty Images)

যদি সম্ভব হয়, তা হলে পাবলিক টয়লেট এড়িয়ে যেতে হবে। ইউটিআই সংক্রমণের অন্যতম বড় কারণ অপরিষ্কার টয়লেট ব্যবহার। নোংরা টয়লেট থেকে ইনফেকশন হওয়ার সম্ভবনা বাড়ে। (Pic Credit - Getty Images)

বাড়ির বাইরে যে জায়গায় টয়লেট যাবেন, সম্ভব হলে সঙ্গে টয়লেট স্প্রে রাখতে হবে। তা হলে ইউরিন ইনফেকশনের আশঙ্কা খানিক হলেও কমে। (Pic Credit - Getty Images)

অনেকের অভ্যাস দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখা। এতে কিডনি ধীরে ধীরে ক্ষতিগ্রস্থ হয়। দীর্ঘ সময় প্রস্রাব চেপে রাখলে ইনফেকশনের সম্ভবনা বাড়ে। (Pic Credit - Getty Images)

গরমে ডাবের জল, তরমুজ শরীরকে যেমন হাইড্রেটেট রাখে, ভিটামিন এবং খনিজ সমৃদ্ধ হয়, তাই প্রস্রাবের সমস্যা বোধ করলে এই ফল খাওয়া ভালো। নিয়মিত এই ফল খেলে ইউটিআইয়ের ঝুঁকি কমে। (Pic Credit - Getty Images)

ইউরিন ইনফেকশন ফেলে রাখা মোটেও ভালো নয়। ফলে যখনই বুঝবেন প্রস্রাবের সময় জ্বালা করছে, ব্যথা হচ্ছে তখনই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। (Pic Credit - Getty Images)