Weight Loss Vegetables: এই ৫ সবজি রোজ ঘুরিয়ে ফিরিয়ে খেলে তলপেটে মেদ কমবে ১ মাসে
megha |
Sep 11, 2024 | 1:26 PM
Weight Loss Tips: সঠিক ডায়েট না মানলে ওজন কমানো কঠিন। ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সবসময় কঠোর ডায়েট করার দরকার পড়ে না। শাকসবজি, দানাশস্য, ফল ইত্যাদি খেলেই ওজন বশে থাকে। তবে, এমন ৫টি সবজি রয়েছে, যা ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন খেলে ওজন কমতে বাধ্য।
1 / 8
সঠিক ডায়েট না মানলে ওজন কমানো কঠিন। ওজনকে নিয়ন্ত্রণে রাখতে সবসময় কঠোর ডায়েট করার দরকার পড়ে না।
2 / 8
তেল-মশলাদার খাবার, জাঙ্ক ফুড যত কম খাবেন, ওবেসিটি আপনাকে বিরক্ত করবে না। এছাড়া নিয়মিত শরীরচর্চা করা জরুরি।
3 / 8
শাকসবজি, দানাশস্য, ফল ইত্যাদি খেলেই ওজন বশে থাকে। তবে, এমন ৫টি সবজি রয়েছে, যা ঘুরিয়ে ফিরিয়ে প্রতিদিন খেলে ওজন কমতে বাধ্য।
4 / 8
লাউ ওজন কমাতে সাহায্য করে। এই সবজির মধ্যে জল ও ফাইবার রয়েছে, যা পেটকে ভর্তি রাখে এবং শরীরে ক্যালোরি পৌঁছাতে দেয় না। এতে ওজন বৃদ্ধির ভয় থাকে না।
5 / 8
কম ক্যালোরি ও ফাইবার সমৃদ্ধ খাবারের তালিকায় ফুলকপিও রয়েছে। আজকাল সারাবছরই ফুলকপি পাওয়া যায়। এই দেহে হরমোনের ভারসাম্য বজায় রাখে এবং ওজন কমায়।
6 / 8
রোজের ডায়েটে গাজর খেলে ওজন কমানো সহজ হবে। ভিটামিনে ভরপুর গাজরে ফাইবারও রয়েছে। ক্যালোরির পরিমাণও কম। তাই গাজর খেলে ওজন কমাতে পারেন।
7 / 8
তেতো স্বাদের জন্য অনেকেরই অপছন্দ উচ্ছে-করলা। এই সবজি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে। পাশাপাশি পেটের মেদ গলাতেও উচ্ছে-করলা উপযোগী।
8 / 8
রোজের ডায়েটে শসা রাখতে ভুলবেন না। শসায় জল ও ফাইবারের পরিমাণ বেশি। টক দই দিয়ে শসা খান বা শুধু শসা খান, ওজন কমতে বাধ্য।