সায়ম কৃষ্ণ দেব
Aug 13, 2024 | 8:26 PM
ধরুন কোনও কাজে বেরিয়েছেন হঠাৎ করে মাথা ঘুরে গেল। আচমকাই দেখলেন চোখের সামনে কালো হয়ে অন্ধকার হয়ে আসছে। জ্ঞান হারিয়েছেন। অফিসে কাজ করতে করতে বা বাড়িতেও মাঝে মাঝে হচ্ছে এমন জিনিস। ভুলেও অবহেলা করবেন না। জটিল থেকে জটিলতর রোগের উপসর্গ হতে পারে। কিন্তু কেন হয় এমন?
মস্তিষ্কের একটি অংশে কয়েক সেকেন্ডের জন্য রক্ত চলাচল কমে গেলে ব্ল্যাকআউট বা জ্ঞান হারিয়ে ফেলতে পারেন। স্নায়বিক সমস্যা থাকলে এমনটা হতে পারে।
হার্টের অসুখ থাকলে বা হার্ট থেকে মস্তিষ্কে রক্তবাহী ধমনীতে রক্ত জমাট বেঁধে গেলেও রক্ত সঞ্চালনে বাঁধা তৈরি হয়। তখন এমনটা হতে পারে।
অনেক সময় এই মাথার ঘোরার কারণ হতে পারে মোশান ভার্টিগো। মাইগ্রেনের সমস্যা থাকলে এই রোগ হতে পারে। জীনগত ভাবে এই রোগ বাসা বাঁধতে পারে আওনার শরীরে।
হৃদযন্ত্রে অক্সিজেন সরবরাহ কমে গেলে এই রোগে মাথা ঘোরার মত সমস্যা দেখা যায়। আবার রক্তে অক্সিজেনের মাত্রা কমে গেলে চোখের সামনে কাল হয়ে আসে। মাথায় রাখবেন রক্তে অক্সিজেনের মাত্রা কত তা কিন্তু পালস অক্সিমিটারে বোঝা যায় না। তার জন্য প্রয়োজন 'এবিজি' রক্ত পরীক্ষার।
মানুষের যখন তখন স্ট্রোক হতে পারে। যদি হঠাৎ দেহ টলে যাওয়া, মাথা ঝিমঝিম করা বা ভারসাম্য বিগড়ে যাওয়ার মতো সমস্যা হয় তা কিন্তু হতে পারে স্ট্রোকের লক্ষণও। স্ট্রোকের কারণে মাথা ঘুরে পড়ে গেলে পক্ষাঘাত অবধি হতে পারে।
ব্লাড সুগারের সমস্যা থাকলে আর যদি হঠাৎ রক্তে শর্করার মাত্রা কমে যায় তবে মাথা ঘুরে যাওয়ার সমস্যা দেখা যায়। রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়লেও এমন উপসর্গ দেখা যায়।
মস্তিষ্কে রক্ত সঞ্চালনের সমস্যা হলেও বা শরীরের রক্তচাপের হেরফের হলে মাথা ঘোরা বা অন্ধকার হয়ে আসার মতো সমস্যা দেখা যায়। হাইপারটেনশনে ভুগলেও এমন ঘটনা ঘটতে পারে।