অংশুমান গোস্বামী
Jun 19, 2024 | 4:51 PM
রোজ সকালে আমন্ড খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন পুষ্টিবিদরা। নিয়ম করে জলে ভেজানো আমন্ড থেকে একাধিক উপকার হয় শরীরের।
হজম প্রক্রিয়াকে ভালো রাখতে আমন্ড খুবই উপযোগী। বাওয়াল মুভমেন্টে তা খুবই সাহায্য করে।
হৃদযন্ত্রের স্বাস্থ্যও ভালো রাখে আমন্ড। ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে ভালো কোলেস্টেরল বৃদ্ধি করে। হৃদরোগের সম্ভাবনাও কমিয়ে দেয় আমন্ড।
রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও দারুণ উপযোগী আমন্ড। আমন্ডে থাকা ম্যাগনেসিয়াম ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি করে।
ত্বকের জন্যও আমন্ড খুব ভালো। এতে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিড্যান্ট ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধি করে। এতে দেখতে লাগবে আকর্ষণীয়।
হাড়কেও শক্তিশালী করে আমন্ড। ক্যালসিয়াম এবং ফসফরাস হাড় মজবুতির জন্য একান্ত প্রয়োজনীয়। দুই থাকে আমন্ডে।
ওজন কমানোর চেষ্টায় যাঁরা রয়েছেন। তাঁরাও রোজ খেতে পারেন আমন্ড। বাদামও হলেও আমন্ড খেলে বাড়ে না ফ্যাট।
রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও দারুণ কার্যকর আমন্ড। রোজ তা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।