এই সব কারণেই যৌনমিলন করতে ভয় পান অনেক মহিলা!
পুরুষের সঙ্গে যৌন মিলন নিয়ে ভয়ও কাজ করে অনেক মহিলার মনে। ভয়ে ভয়ে করা কোনও কাজেই সুখকর হয় না। সে সব ক্ষেত্রে কাঙ্খিত আনন্দলাভ থেকে বঞ্চিত থাকতে হয় নারীদের। বেশ কিছু কারণেই মিলন নিয়ে ভয় কাজ করে মহিলাদের মধ্যে।
1 / 8
সারা দিনের কাজ-ক্লান্তি কাটিয়ে পরিণত বয়স্ক নারী-পুরুষ মেতে ওঠেন যৌনতায়। প্রিয় মানুষের সঙ্গে শারীরিক ঘনিষ্ঠতা যেমন মনের ক্লান্তি দূর করে, তেমনই সম্পর্ক করে মজবুত।
2 / 8
কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায় মহিলাদের মধ্যে যৌনসঙ্গম নিয়ে সঙ্কোচ কাজ করে। বিশেষত সম্পর্কের শুরুর দিকে অনেক মহিলাই মিলন এড়িয়ে যেতে চান।
3 / 8
আসলে পুরুষের সঙ্গে যৌন মিলন নিয়ে ভয়ও কাজ করে অনেক মহিলার মনে। ভয়ে ভয়ে করা কোনও কাজেই সুখকর হয় না। সে সব ক্ষেত্রে কাঙ্খিত আনন্দলাভ থেকে বঞ্চিত থাকতে হয় নারীদের।
4 / 8
বেশ কিছু কারণেই মিলন নিয়ে ভয় কাজ করে মহিলাদের মধ্যে। কুমারী বা কমবয়সীদের মধ্যেই তা বেশি কাজ করে বলে বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে। কী থেকে এই ভয় হয়?
5 / 8
যৌনমিলন করতে ব্যথা পাওয়ার ভয় পান অনেক মহিলা। যথেষ্ট ফোরপ্লে না করলে, যোনি সিক্ত না থাকলে ব্যথা লাগতে পারে। সেই ভয় অনেক মহিলার মনেই কাজ করে।
6 / 8
তাই শারীরিক সম্পর্কের সময় তাড়াহুড়ো করা উচিত নয়। সময় নিয়ে যৌনি পিচ্ছিল হওয়ার পরই যৌনমিলন করলে এই ব্যথা পাওয়ার সম্ভাবনা অনেক কমে যায়।
7 / 8
বহু মেয়ে নিজেদের শারীরিক গঠন নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন। শরীর নিয়ে অস্বস্তি, শারীরিক সৌষ্ঠব সঙ্গীর পছন্দ হবে কিনা, তা নিয়ে তাঁদের মনে সংশয় থাকে। ফলে সেক্স নিয়ে প্রথম থেকেই একটা মানসিক বাধা তৈরি হয় এবং তার অবধারিত প্রভাব পড়ে যৌনজীবনে।
8 / 8
নিখুঁত শারীরিক গঠন বলে কিছু হয় না। প্রতিটি শারীরিক গঠন অভিনব ও নিজের মতো করে সুন্দর। তাই আপনার শরীরের গঠন কেমন, তা নিয়ে মাথা ঘামাবেন না। বরং যৌনতাকে কীভাবে মধুর করে তোলা যায়, তা নিয়ে ভাবুন।